আবিরের সঙ্গেই ছয় বছর পর কামব‍্যাক, বড়পর্দায় ফিরছেন ‘সুবর্ণলতা’ অনন‍্যা চট্টোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: বড়পর্দা বলুন বা ছোটপর্দা, দুটিতেই অনন‍্যা চট্টোপাধ‍্যায়ের (Ananya Chatterjee) অবদান অসামান‍্য। বাঙালি এখনো তাঁকে মনে রেখেছে ‘সুবর্ণলতা’ হিসাবে। অসাধারন অভিনয় দক্ষতা দিয়ে আট থেকে আশি সবার মন জয় করতে সক্ষম অনন‍্যা। তবে আগের থেকে কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি। ক‍্যামেরার সামনেও কম দেখা যায় তাঁকে।

তবে এবার সিনেপ্রেমীদের জন‍্য এক বড় উপহার নিয়ে আসছেন অনন‍্যা। ফের ছবিতে ফিরছেন তিনি। পরিচালক সুমন মুখোপাধ‍্যায়ের আসন্ন ছবি ‘পুতুল নাচের ইতিকথা’য় দেখা যাবে অনন‍্যাকে। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা আবির চট্টোপাধ‍্যায় (Abir Chatterjee)। খুশির খবর নিজেই শেয়ার করেছেন অনন‍্যা।

   

ananya chatterjee 1200x900 1
এই নিয়ে দীর্ঘ ছয় বছর পর সিনেমায় ফিরলেন অভিনেত্রী। সংবাদ মাধ‍্যমকে তিনি জানান, এত দিন পর সিনেমার জন‍্য ক‍্যামেরার সামনে দাঁড়িয়ে খুব ভাল লাগছে তাঁর। আবিরের সঙ্গে প্রথম শটটা দিতেই দারুন সন্তুষ্ট লাগছিল। দৃশ‍্যটা একটু কঠিন হলেও একবারেই শট ওকে হয়ে যায়।

অনন‍্যা আরো বলেন, “শেষবার আবিরের সঙ্গে অভিনয় করেছিলাম ‘যদি লভ না দিলে প্রাণে’তে। শান্তিনিকেতনের একটি বাংলোয় শুটিং হয়েছিল। অদ্ভূত ভাবে ২০১৪ র পরে আবার আবিরের সঙ্গেই অভিনয় করছি আর সেই একই বাংলোতে! পাঁচ বছর পর শান্তিনিকেতনে ফিরে দারুন লাগছে। পয়লা মার্চে আমি কলকাতা ফিরব, তারপর আবার ৭ মার্চ শান্তিনিকেতনে আসব ছবির দ্বিতীয় ভাগের শুটিংয়ের জন‍্য।”

মানিক বন্দ‍্যোপাধ‍্যায়ের লেখা ‘পুতুল নাচের ইতিকথা’ উপন‍্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। সেন দিদির চরিত্রে দেখা যাবে অনন‍্যাকে। দর্শকরা একেবারে অন‍্য লুকে তাঁর দেখা পাবে বলে জানিয়েছেন অভিনেত্রী। অনন‍্যা ছাড়াও ছবিতে মুখ‍্য চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ‍্যায়, পরমব্রত চট্টোপাধ‍্যায় এবং জয়া আহসান।

প্রসঙ্গত, শেষবার অনন‍্যাকে দেখা গিয়েছিল পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর ছবি ‘টোপ’এ। তার পর ওয়েব সিরিজ ‘মোহ মায়া’তে অভিনয় করেছিলেন তিনি। তাঁর সঙ্গে মুখ‍্য চরিত্রে ছিলেন স্বস্তিকা মুখোপাধ‍্যায়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর