মাধ‍্যমিকে দুর্দান্ত নম্বর, পাশ করেই বিয়ের পিঁড়িতে বসে পড়লেন কৃষ্ণকলির ‘মুন্নি’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাত্র কিছুদিন আগে মাধ‍্যমিক পাশ করেছেন ‘কৃষ্ণকলি’ অভিনেত্রী অনন‍্যা গুহ (ananya guha)। অত‍্যন্ত ভাল ফল করে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিলেন ‘মুন্নি’। নতুন উদ‍্যমে শুরু হয়েছে একাদশ শ্রেণির পড়াও। কিন্তু এর মধ‍্যেই বিয়ের সাজে অনন‍্যার ছবি চাঞ্চল‍্য ছড়িয়েছে নেটমাধ‍্যমে।

মাধ‍্যমিক পাশ করতে না করতেই বিয়ের পিঁড়িতে বসে পড়েছেন অনন‍্যা। নিজেই নিজের কনের সাজের ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। লাল বেনারসি, গয়না, চেলি, মুকুটে সেজে একটি ছবি শেয়ার করেছেন তিনি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে। লিখেছেন, ‘বিদায়, আমি বিবাহিত’।


অনন‍্যার এই ছবিটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। এত কম বয়সে হঠাৎ বিয়ের সিদ্ধান্ত কেন নিলেন অভিনেত্রী? নেটিজেনরা প্রশ্ন তুলতেই বেরিয়ে আসে আসল সত‍্যিটা। টেলিভিশনের পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় শুরু করেছেন অনন‍্যা। এমনি একটি সিরিজের জন‍্য কনে সাজতে হয়েছিল তাঁকে। তাই সুযোগ পেয়ে মজা করার লোভ সামলাতে পারেননি তিনি। তবে অনন‍্যার ওয়েব সিরিজের নাম এখনো জানা যায়নি।

মাধ‍্যমিকে ৭৮ শতাংশ নম্বর পেয়ে খুব ভাল ভাবেই পাশ করেছেন অনন‍্যা। সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে ‘মুন্নি’ জানিয়েছিলেন, ফলাফলে তিনি খুবই খুশি। শুটিং সামলে পড়াশোনা করতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছিল তাঁর। তার উপর তাঁর বাবা নাকি সমানে রসিকতা করে গিয়েছেন তাঁর সম্ভাব‍্য রেজাল্ট নিয়ে। কিন্তু এখন তাঁর ফলাফল দেখে স্পিকটি নট তাঁর বাবাও।

মাধ‍্যমিক পরীক্ষার্থীদের নিয়ে নেটমাধ‍্যমে চলতে থাকা ট্রোল নিয়েও মুখ খোলেন অনন‍্যা। তাঁর কথায়, “আমাদের এই বিষয়ে দোষারোপ করা উচিত নয়। আমরা মাধ‍্যমিক পরীক্ষা দিইনি ঠিকই কিন্তু তার মানে এই নয় যে আমরা একেবারেই পড়াশোনা করিনি। নবম থেকে দশম শ্রেণীতে উঠেছি আমরা। ইউনিট টেস্ট দিয়েছি‌। কিন্তু অনেকে বলছে এই পরীক্ষাগুলো নাকি বই খুলে হয়। কিন্তু আমি নিজে শুটিং সেট থেকে পরীক্ষা দিয়েছি, আমার কাছে কোনো বই ছিল না।”

সম্পর্কিত খবর

X