পোশাক নিয়ে ছুঁতমার্গ নয়, শীতের হাওয়া গায়ে মেখেই বিকিনি পরে পোজ দিলেন ‘মুন্নি’ অনন‍্যা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টেলি ইন্ডাস্ট্রির সম্ভাবনাময় তরুণী অভিনেত্রীদের মধ‍্যে অন‍্যতম অনন‍্যা গুহ (ananya guha)। তবে তিনি ‘মুন্নি’ নামেই বেশি পরিচিত সিরিয়ালপ্রেমীদের কাছে। জি বাংলার ‘কৃষ্ণকলি’তে অভিনয় করছেন তিনি। নীল ভট্টাচার্য অর্থাৎ নিখিলের ভাইঝির চরিত্রে খুব শিগগিরই নজর কেড়েছিলেন তিনি। চরিত্রটি প্রথমে নেগেটিভ হলেও এখন খুড়তুতো বোন কৃষ্ণা আর কাকিমা শ‍্যামাকে চোখে হারায় সে।

অভিনয়ের পাশাপাশি সোশ‍্যাল মিডিয়াতেও যে তিনি অত‍্যন্ত সক্রিয় তা তাঁর ইনস্টা হ‍্যান্ডেলের নাম শুনলেই বোঝা যায়। ইনস্টাগ্রামে তিনি রিল অনন‍্যা নামে জনপ্রিয়। ১ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। নামের মতোই রিল ভিডিও তৈরিতে এক্সপার্ট অনন‍্যা। শুটিংয়ের সেটেও সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সয়য় পেলেই ভিডিও বানিয়ে শেয়ার করেন।

তবে সম্প্রতি অনন‍্যার শেয়ার করা ছবিগুলি দেখে চোখ কপালে ওঠার জোগাড় নেটপাড়াবাসীর। সুইমিং পুলের পাশে সাদা কালো প্রিন্টের বিকিনিতে ক‍্যামেরা বন্দি হয়েছেন অনন‍্যা। তাঁর নির্মেদ শরীরে বিকিনি মানিয়েছেও ভাল। ট্রোল, কটাক্ষের পরোয়া না করেই ক‍্যামেরার সামনে নিজেকে মেলে ধরেছেন অষ্টাদশী।

অনন‍্যার সঙ্গে এদিন দেখা মিলল দেবাদৃতা বসু, ঐন্দ্রিলা বসু, সৌমি ঘোষ, অলকানন্দা গুহরও। আসলে খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন অলকানন্দা। তাঁর ব‍্যাচেলরেট পার্টিতেই একত্রিত হয়েছিল তাঁরা। আর ছবিগুলি শেয়ার করতেই ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CXY5ZMysMd8/?utm_medium=copy_link

চলতি বছরেই মাধ‍্যমিক পাশ করেছেন অনন‍্যা। মাধ‍্যমিকে ৭৮ শতাংশ নম্বর পেয়ে খুব ভাল ভাবেই পাশ করেছেন তিনি। সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে ‘মুন্নি’ জানিয়েছিলেন, ফলাফলে তিনি খুবই খুশি। শুটিং সামলে পড়াশোনা করতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছিল তাঁর। তার উপর তাঁর বাবা নাকি সমানে রসিকতা করে গিয়েছেন তাঁর সম্ভাব‍্য রেজাল্ট নিয়ে। কিন্তু এখন তাঁর ফলাফল দেখে স্পিকটি নট তাঁর বাবাও।

মাধ‍্যমিক পরীক্ষার্থীদের নিয়ে নেটমাধ‍্যমে চলতে থাকা ট্রোল নিয়েও মুখ খোলেন অনন‍্যা। তাঁর কথায়, “আমাদের এই বিষয়ে দোষারোপ করা উচিত নয়। আমরা মাধ‍্যমিক পরীক্ষা দিইনি ঠিকই কিন্তু তার মানে এই নয় যে আমরা একেবারেই পড়াশোনা করিনি। নবম থেকে দশম শ্রেণীতে উঠেছি আমরা। ইউনিট টেস্ট দিয়েছি‌। কিন্তু অনেকে বলছে এই পরীক্ষাগুলো নাকি বই খুলে হয়। কিন্তু আমি নিজে শুটিং সেট থেকে পরীক্ষা দিয়েছি, আমার কাছে কোনো বই ছিল না।”

সম্পর্কিত খবর

X