সবই তো সমান, বলিউডে ঢুকেই স্তন ভারী করার পরামর্শ পেয়েছিলেন অনন‍্যা!

বাংলাহান্ট ডেস্ক: তারকা সন্তানরা এমনিই নেটিজেনদের নিশানায় থাকেন। তবে অনন‍্যা পাণ্ডে (Ananya Pandey) ট্রোলারদের একটু বেশিই পছন্দের। তাঁর অভিনয় থেকে কথাবার্তার ধরণ চালচলন সবকিছু নিয়েই হাসাহাসি হয় নেটপাড়ায়। এমনকি তাঁকে স্তনের আকার বাড়ানোরও পরামর্শ দেওয়া হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন‍্যা জানান, তারকাদেরও অনেক সমস‍্যার সম্মুখীন হতে হয়। বলিউডে নায়িকা হওয়ার জন‍্য এমনিতেও ‘প্রথমে দর্শনধারী পরে গুণবিচারি’ দর্শন ফলো করা হয়। তার জন‍্য বহুদিন ধরেই বহু তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন অভিনেত্রীরা।

22 pictures from inside Ananya Panday striking Pali Hill home
এ বিষয়ে অনেকেই অনেকবার মুখ খুলেছেন। এবার মুখ খুললেন অনন‍্যা। সম্প্রতি এক টেলিভিশন শো তে এসে তিনি বলেন, কেরিয়ারের শুরু থেকেই নিজের শরীর নিয়ে বহু কটুক্তি সইতে হয়েছে তাঁকে। বডি শেমিং এর সম্মুখীন হয়েছেন অনন‍্যা। তিনি জানান, তাঁকে স্তন ভারী করার পরামর্শ দেওয়া হয়েছিল।

সরাসরি কেউই কিছু বলেননি। তবে আকারে ইঙ্গিতে যা বলা হত, কোনো মানুষকে অসম্মান করার জন‍্য যথেষ্ট। অনন‍্যা বলেন, তিনি বহুবার শুনেছেন ওজন বাড়ানোর পরামর্শ। চেহারা ভারী করতে বলা হত। এমনকি তাঁর মুখটাও নাকি নিখুঁত বা চোখে পড়ার মতো নয়, এমনো শুনতে হয়েছিল চাঙ্কি কন‍্যাকে।

এমন মন্তব‍্য অবশ‍্য অনন‍্যার কাছে নতুন নয়। অভিনয়ে পা রাখার আগে থেকেই এই ধরনের বডি শেমিংয়ের মুখে পড়তে হত তাঁকে। অত‍্যধিক রোগা হওয়ার কারণে ‘ফ্ল‍্যাট স্ক্রিন’ তকমাও জুটেছিল অনন‍্যার। তবে এসব ট্রোল, কটাক্ষ অন‍্যার মনোবল ভাঙতে পারেনি। নিজের ‘ত্রুটি’ গুলোকেই সগর্বে গ্রহণ করেছেন অনন‍্যা।

প্রসঙ্গত, ২০১৯ এ করন জোহরের ‘স্টুডেন্ট অফ দ‍্য ইয়ার ২’ ছবি দিয়ে অভিষেক করেন অনন‍্যা। তারপর খালি পিলি, পতি পত্নি অউর ও, গহরাইয়ার মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু কোনো ছবিই বক্স অফিসে তেমন ব‍্যবসা করতে পারেনি। আগামীতে লাইগার এবং খো গয়ে হাম কাঁহা ছবিতে দেখা যাবে অনন‍্যাকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর