‘NCB র সামনে ঢং করছিলেন’! ঠাণ্ডার মধ‍্যেও স্টাইল মেরে ট্রোলের শিকার অনন‍্যা পাণ্ডে, ভাইরাল হল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কয়েক মাস আগেও দৃশ‍্যটা অন‍্য রকম ছিল অনন‍্যা পাণ্ডের (ananya pandey)। আরিয়ান খানের সঙ্গে মাদক কাণ্ডে নাম জড়ানোয় একাধিক বার নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল তাঁকে। আর অন‍্যান‍্য অভিনেত্রীদের মতোই NCB র দফতরে হাজিরা দেওয়ার সময়ে আপাদমস্তক সাদা পোশাকে ঢেকে আসতে দেখা গিয়েছিল তাঁকে।

কিন্তু এখন দুর্দিন অতীত। আবারো পুরনো অবতারে ফিরে এসেছেন অনন‍্যা। কিন্তু ট্রোল পিছু ছাড়েনি তাঁর। আগামী ছবি ‘গহরাইয়া’র প্রচারে সম্প্রতি মুম্বইয়ে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন দীপিকা পাডুকোন, অনন‍্যা পাণ্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদী। গত কয়েকদিনে তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে মুম্বইয়ে।


কিন্তু তাতে অনন‍্যাকে স্টাইল করা থেকে রোখা যায়নি। একটি পাতলা ঘিয়ে ও বাদামি প্রিন্টের প‍্যান্ট ও ছোট্ট বাদামি বিকিনি টপে দেখা মেলে চাঙ্কি কন‍্যার। পাপারাৎজির সামনে পোজ দিতেই দমকা হাওয়ায় মুখ কাঁচুমাচু হয়ে যায় অন‍ন‍্যার। হাত দিয়ে শরীর আড়াল করে ঠাণ্ডা থেকে বাঁচার চেষ্টা করেন তিনি। সহ অভিনেত্রীর করুণ অবস্থা দেখে শেষমেষ নিজের জ‍্যাকেটটাই খুলে তাঁকে পরিয়ে দেন সিদ্ধান্ত।

https://www.instagram.com/reel/CZHYOecFYkM/?utm_medium=copy_link

ভিডিওগুলি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কটাক্ষ করেছেন নেটনাগরিকরা। একজন প্রশ্ন করেছেন, ‘NCB র জন‍্য যে সাদা পোশাক পরেছিলেন সেগুলো কোথায় গেল?’ আবার কয়েকজন কটাক্ষ করেছেন, ঠাণ্ডার মধ‍্যেও এই ছোট্ট পোশাকগুলো না পরলে চলছিল না অনন‍্যার। তিনি ‘ঢং’ করছেন বলেও ট্রোল করেছেন কয়েকজন।

https://www.instagram.com/reel/CZHT_mgllio/?utm_medium=copy_link

প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে ‘গহরাইয়া’। ছবিতে অনন‍্যা ও দীপিকা দুই তুতো বোন। নিজের সঙ্গীকে নিয়ে সুখী নন দীপিকা। সিদ্ধান্ত অনন‍্যার হবু স্বামী। এদিকে দীপিকার সঙ্গে আলাপ হতেই দুজনের মধ‍্যে আকর্ষণ তৈরি হয়। দুটি সমান্তরাল সম্পর্কের টানাপোড়েন, ত্রিকোণ প্রেমের পরিণতি কী হয় তার উত্তর মিলবে ছবিতেই। আগামী ১১ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে গহরাইয়া।

X