চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলালো পা, ঝাপিয়ে পড়ে প্রাণ বাঁচালেন RPF জওয়ান, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তায় সর্বদা তৎপর থাকে রেল। এবার রেলওয়ে প্রোটেকশন ফোর্সের এক জওয়ানের তৎপরতায় প্রাণ বাঁচল এক ব্যাক্তির। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয় সেই হাড়হিম করা ঘটনার ভিডিও ফুটেজ।

জানা যাচ্ছে গত ২৩ জানুয়ারি মহারাষ্ট্রের ভাসাই স্টেশনে একটি চলন্ত ট্রেন ধরার জন্য ছুটছিলেন এক ব্যক্তি। দৌড়তে দৌড়তে হঠাৎই ভারসাম্য হারিয়ে স্টেশন এবং ট্রেনের মাঝে পরে যান তিনি। ট্রেনটি ওই ব্যক্তিকে টেনে হিঁচড়ে নিয়েও যায় বেশ কয়েক মিটার।

এই ঘটনা দেখতে পেয়েই ওই ব্যক্তির উদ্ধারে দৌড়ে আসেন এক আরপিএফ (RPF) জওয়ান। দৌড়ে ঝাঁপিয়ে পড়ে কোনো ভাবে ওই ব্যক্তিকে ট্রেনের থেকে টেনে দূরে নিয়ে আসতে সক্ষম হন তিনি৷ তাঁদের দুজনকে সাহায্য করতে এগিয়ে আসেন স্টেশনে থাকা অন্যান্য যাত্রীরাও।

এই ভিডিওটি নিজেদের ট্যুইটারে পোস্ট করে পশ্চিম রেল। আর এহেন হাড়হিম করা দৃশ্য সামনে আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় তা। ওই জওয়ানের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন আপামর দেশবাসী।

প্রসঙ্গত, এর আগে একই ভাবে নাগপুরে এক যাত্রীর প্রাণ বাঁচিয়েছিলেন আরেই জওয়ান। সেই ভিডিওটিতে জওয়ান নরপাল সিংকে ওই মহিলার জীবন বাঁচাতে দেখা গেছিল। এই ধরণের ভিডিওগুলি পোস্ট করে চলন্ত ট্রেনে ওঠানামা না করার জন্য সতর্ক করতে চায় রেল।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর