বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছরের শুরুতেই ভারত বনাম ইংল্যান্ড এর টেস্ট সিরিজ রয়েছে। তার আগে ভারত অধিনায়ক তথা বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। সদ্য টেস্ট ক্রিকেটে 600 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন জেমস অ্যান্ডারসন। একমাত্র বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 600 উইকেটের মালিক জেমস অ্যান্ডারসন এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির দিকে।
আগামী বছরের শুরুর দিকেই ইংল্যান্ড ক্রিকেট দল ভারত সফরে আসছে। এখন থেকেই যেন সেই সিরিজের প্রস্তুতি শুরু করে দিলেন ইংল্যান্ডের পেসার জিমি আন্ডারসন। ক্রিকেটের বাইশ গজে বিরাট কোহলি বনাম জেমস অ্যান্ডারসনের লড়াই নতুন কিছু নয়। সেই 2014 সাল থেকে শুরু হয়েছে সেই বার ভারতীয় দল ইংল্যান্ড সফরে গেলে জেমস অ্যান্ডারসনের কাছে খুবই চাপে পড়ে যায় বিরাট কোহলি। তবে 2018 সালে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে সেই সমস্ত সুদে- আসলে মিটিয়ে নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলির সামনে খুবই অসহায় মনে হয়েছিল ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসনকে। তবে ফের একবার যে বিরাট বনাম অ্যান্ডারসন লড়াই হতে চলেছে সেটা বলাই বাহুল্য।
এবার বিরাট কোহলিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে জেমস অ্যান্ডারসন বলেছেন, “বিরাট কোহলি হল একজন অত্যন্ত কোয়ালিটি ব্যাটসম্যান, ওর বিরুদ্ধে বোলিং করা সব সময় কঠিন কাজ। সব সময় একটা কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে বিরাট কোহলি। তবে একজন ভালো বোলার হিসেবে আমি সবসময় চাইবো বিপক্ষ দলের সেরা ব্যাটসম্যানকে আউট করতে।” সেইসঙ্গে 2014 সাল থেকে 2018 সালে যে বিরাট কোহলির মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল সেই কথা নিজের মুখেই মেনে নিলেন জেমস অ্যান্ডারসন।