বাংলাহান্ট ডেস্কঃ ইতিহাস সৃষ্টি করলেন জেমস অ্যান্ডারসন। প্রথম পেস বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ছ’শো উইকেটের মালিক হলেন ইংল্যান্ডের এই পেসার। 38 বছর বয়সী ইংল্যান্ডের এই পেসারের 600 উইকেট এর মাঝে বেশ কিছু বাধা সৃষ্টি হয়েছিল। প্রথমত, বৃষ্টি এসে বারবার খেলা থামিয়ে দিচ্ছিল। দ্বিতীয়ত, পাকিস্তানের ব্যাটসম্যান আজাহার আলি শক্ত হাতে ক্রিজে টিকে ছিলেন। অপরদিকে ছিল তার সতীর্থদের একের পর এক ক্যাচ মিস। তবে কোন কিছুই জেমস অ্যান্ডারসনকে আটকে রাখতে পারল না। প্রথম পেস বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 600 উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন তিনি।
সোমবার পাকিস্তানের বিরুদ্ধে সাউদাম্পটনের তৃতীয় টেস্টে 599 উইকেট নিয়ে ফেলেছিলেন অ্যান্ডারসন। তারপর বৃষ্টি শুরু হয় এবং খেলা থমকে যায়। এর ফলে জেমস অ্যান্ডারসনের বিশেষ নজির গড়াও থমকে যায়। তবে খেলা শুরু হওয়ার কয়েক ওভার এর মধ্যেই এল সেই বিশেষ মুহূর্ত। পাকিস্তানি ব্যাটসম্যান আজাহার আলির ব্যাট ছুঁয়ে বল ইংল্যান্ডের জো রুটের হাতে তালুবন্দী হওয়ার পরেই উৎসবে মেতে উঠলেন জেমস অ্যান্ডারসন। প্রথম টেস্ট ক্রিকেটার হিসাবে 600 উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন তিনি।
600 উইকেট নিয়ে নজির গড়ার সঙ্গে সঙ্গে বিশ্বের চতুর্থ উইকেট শিকারি হিসাবে এই বিশেষ নজির গড়লেন জেমস অ্যান্ডারসন। অ্যান্ডারসনের আগে রয়েছেন মুতাইয়া মুরালিধরন 800 উইকেট, শেন ওয়ার্ন 708 উইকেট এবং অনিল কুম্বলে 619 উইকেট। তবে এনারা তিন জনই স্পিন বোলার, পেস বোলার হিসেবে অ্যান্ডারসনই প্রথম এই কীর্তি স্থাপন করলেন।