সাহায‍্যের হাত বাড়ালেন অনীক, করোনা আক্রান্তের বাড়িতে দুবেলা বিনামূল‍্যে খাবার পৌঁছে দেবেন গায়ক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: করোনার (corona) বিরুদ্ধে যুদ্ধে নাম লেখালেন গায়ক অনীক ধর (aneek dhar)। করোনা আক্রান্তদের বাড়িতে পুষ্টিক‍র খাবার পাঠানোর উদ‍্যোগ নিয়েছেন তিনি। তাও আবার সম্পূর্ণ বিনামূল‍্যে। নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলের মাধ‍্যমে এই খবর ঘোষনা করেন অনীক।

AEMPL ও ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাবের সহযোগিতায় এই উদ‍্যোগ শুরু করেছেন অনীক। আপাতত দক্ষিণ কলকাতার মানুষজনদের জন‍্যই এই পরিষেবা মিলবে বলে জানিয়য়েছেন তিনি। গড়িয়া থেকে পার্ক সার্কাস ও টালিগঞ্জ থেকে ভবানীপুর পর্যন্ত পাওয়া যাবে পরিষেবা। শুধু দরকারি কয়েকটি নিয়ম মানলেই এই বাড়ি বসে দু বেলা বিনামূল‍্যে মিলবে পুষ্টিকর খাবার।


চব্বিশ ঘন্টা আগে ফোন করে যোগাযোগ করতে হবে রোগীকে। আগাম জমা দিতে হবে করোনা পজিটিভ রিপোর্ট ও আধার কার্ড। একটি হেল্পলাইন নম্বর পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন অনীক। দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটার মধ‍্যে যোগাযোগ করতে হবে ওই নম্বরে। আপাতত ১৫ জনকে দিয়ে শুরু হচ্ছে এই পরিষেবা। গায়ক জানিয়েছেন, সাফল‍্য পেলে পরিসর আরো বাড়ানোর কথা ভাবছেন তিনি।

https://www.instagram.com/p/COuYwBpt-Wo/?igshid=1nk1xcj4wh44g

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে বেসামাল অবস্থা চতুর্দিকে। বাড়ির একজন করোনা আক্রান্ত হলে একে একে ভাইরাসের কবলে পড়ছে পরিবারের প্রায় সব সদস‍্যই। এমন অবস্থায় হয় রান্না করার মতো সুস্থ লোক পাওয়া যাচ্ছে না অথবা পরিবারের একজন সুস্থ সদস‍্যকেই বাকি আক্রান্ত সদস‍্যদের জন‍্য খাবার তৈরি করতে হচ্ছে। তাদের কথা ভেবেই এই উদ‍্যোগ নিয়েছেন অনীক।

X