অতিসক্রিয় সিবিআই ও ইডি, বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সংস্থা সিবিআই (CBI) এবং ইডির (ED) বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। আজ বিধানসভায়, স্পিকার বিমান বন্দোপাধ্যায় (Biman Banerjee) জানান, ‘আসন্ন অধিবেশনে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটি প্রস্তাব আনা হবে। আমিও মনে করি বিধানসভায় এ বিষয়ে আলোচনা করা দরকার৷’

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগকে সমর্থন করে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় বলেন, ‘আমি ব্যক্তিগত ভাবে মনে করি, রাজ্যে বিশেষ করে সরকারি দলের বিধায়কদের যেভাবে ‘ টার্গেট’ করা হচ্ছে তাতে আমরা রীতিমতো আতঙ্কিত। তদন্তের নামে রাজ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। এটা বাঞ্ছনীয় নয়।’

রাজ্যের শিক্ষা দূর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হন। এর পর, গরু ও কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত হন। তৃণমূলের বীরভূমের  জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সিবিআই গ্রেফতারও করে তাকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় থেকে শুরু করে  ফিরহাদ হাকিম, অরূপ রায়, মলয় ঘটক, জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধীক মন্ত্রী ও বিধায়ক ইডি ও সিবিআই-এর নজরে রয়েছে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে বিধানসভায় প্রস্তাব এনে লড়াইয়ে নামতে চলেছে তৃণমূলও। বিধানসভায় এই প্রসঙ্গে সরকারি ভাবে প্রস্তাব আনার কথা বলে এবার, সেই প্রতিবাদকেই রাজনীতির ময়দান থেকে বিধানসভার টেবিলে তুলে আনল রাজ্যের সরকার।

অধ্যক্ষের এই মন্তব্যের সমালোচনা করেছে বিজেপি। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘ইডির তদন্তে, ওদের খাট, আলমারির তলা থেকে বস্তা বস্তা টাকা বেরচ্ছে। তাই ওরা আতঙ্কিত হয়ে এসব করছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, আসলে ওরা যে ভয় পেয়েছেন সেটা নিজের মুখেই বলে ফেললেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে কোন রাজ্য সরকার এ ধরনের প্রস্তাব আনতে পারে না।বিধানসভায় এ ধরনের প্রস্তাব এলে বিজেপি তার বিরোধিতা করবে৷’

বিজেপি-র মতে, এর আগেও কেন্দ্রীয় বাহিনী রাজ্যপাল, বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে বিধানসভায় কেন্দ্র বিরোধী প্রস্তাব এনেছে এরাজ্যের তৃণমূল সরকার। বিধায়ক সংখ্যা বেশি থাকায় এই প্রস্তাব পাশ হয়ে গেলেও সরকারের মন্ত্রী ও শাসক দলের নেতাদের দূর্নীতি তদন্তে কেন্দ্রীয় সংস্থার বিরোধিতা করে আনা এই  প্রস্তাব জনতার আদালতে কোনও দিনই  গ্রহণযোগ্য হবে না। এমনই মনে করছে গেরুয়া শিবির।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর