এ কেমন গরিব! মার্সিডিজ নিয়ে রেশন থেকে দু’টাকা কেজির গম নিচ্ছেন ব্যক্তি! তুমুল ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ এখনও দারিদ্রসীমার নিচে বসবাস করেন। এমতাবস্থায়, তাঁদের সাহায্যার্থে এবং খাদ্যের সংস্থান ঘটাতে বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে সরকার। যেগুলির ফলে অত্যন্ত স্বল্পমূল্যে রেশন পান তাঁরা। পাশাপাশি, দারিদ্রসীমার নিচে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে তাঁদের BPL (Below Poverty Line) তালিকাভুক্তও করা হয়েছে।

তবে, এবার এক অদ্ভুত দৃশ্য সামনে এসেছে সোশ্যাল মিডিয়া (Social Media) দৌলতে। যেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি মার্সিডিজের মত বিলাসবহুল গাড়িতে চেপে রেশন দোকানে এসে ২ টাকা কেজি দরে গম কিনছেন। এদিকে, এই দৃশ্য দেখেই রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে যায় সবার। শুধু তাই নয়, ওই সংক্রান্ত ভিডিওটি তুমুল ভাইরাল হতেও শুরু করেছে নেটমাধ্যমে।

জানা গিয়েছে, এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের হোশিয়ারপুরে। গত সোমবার সেখানে এক BPL কার্ডধারী রেশন থেকে দু’টাকা কেজি দরে গম কিনতে গিয়েছিলেন। যদিও, তিনি গম সংগ্রহ করতে মার্সিডিজে চেপে রাজকীয়ভাবে “এন্ট্রি” নেন। যা দেখে চমকে গিয়েছিলেন রেশন দোকানের দায়িত্বে থাকা অমিত কুমার নামের এক ব্যক্তি।

যদিও, অমিত ওই ব্যক্তির কাছে থাকা বিপিএল কার্ডের ভিত্তিতে তাঁকে প্রয়োজনীয় দ্রব্য দিয়ে দেন। জানা গিয়েছে, ভিডিওটিতে থাকা ওই ব্যক্তিটির নাম হল রমেশ কুমার সাইনি। এই প্রসঙ্গে তিনি জানান, ওই মার্সিডিজটি তাঁর এক প্রবাসী আত্মীয়ের। যিনি ওই গাড়িটির যত্ন নেওয়ার জন্য তাঁদের কাছে রেখে দিয়ে গেছেন।

এছাড়াও, রমেশ আরও জানান যে, ওই গাড়িটি ডিজেলচালিত হওয়ার জন্য সেটিকে কিছু সময় অন্তর চালানোর প্রয়োজন হয়ে পড়ে। আর সেই কারণেই তিনি ওই গাড়িটিকে নিয়ে রেশন আনতে গিয়েছিলেন। ঠিক সেই সময়েই কেউ ওই ভিডিওটি রেকর্ড করে নেন। যেখানে দেখা গিয়েছে, রেশন থেকে বস্তা বস্তা জিনিস নিয়ে এসে গাড়িতে রাখছেন রমেশ।

এদিকে, এই পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র হইচই পড়ে যায় সর্বত্র। এমনকি, পাঞ্জাবের খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রী লালচাঁদ কাটারুচাক এই বিষয়টির সঠিক তদন্তের নির্দেশও দিয়েছেন। সর্বোপরি , ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর