বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে (Banga bondu t20 cup) মুখোমুখি হয়েছিল বেক্সিমকো ঢাকা এবং ফরচুন বরিশাল। আর এই ম্যাচেই ঘটে গেল এক লজ্জাজনক ঘটনা। এই ম্যাচ চলাকালীন বাংলাদেশের প্রাপ্তন অধিনায়ক মুশফিকুর রহিম ম্যাচ চলাকালীন তার সতীর্থের গায়ে হাত তুলতে বসেছিলেন। তাকে চড় মারার জন্য নিজের হাত তুলে ফেলেছিলেন তিনি।
ঘটনাটি ঘটে এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে 17 তম ওভারে। সেই সময় বরিশালের জয়ের জন্য দরকার ছিল 19 বলে 45 রান। তখন বরিশালের ব্যাটসম্যান আফিক হোসেন ফাইন লেগের উপর দিকে বাউন্ডারি মারার চেষ্টা করেন। কিন্তু ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ না হওয়ায় ফাইন লেগে ক্যাচ উঠে যায়। সেই ক্যাচ ধরার জন্য দৌড় আসেন ফাইন লেগের ফিল্ডার নাসুম আহমেদ অপরদিকে ক্যাচ ধরার জন্য ছুটে যান ঢাকার মুশফিকুর রহিমও। সেই সময় দুজনের মধ্যে ধাক্কা হয়। আর তাতেই ক্যাচ ফস্কে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই কারণে মাথা গরম করে বসেন মুশফিকুর রহিম এবং সতীর্থ নাসুমকে চড় মারতে যান তিনি। যদিও শেষ পর্যন্ত নিজেকে সামলে নেন মুশফিকুর।
https://twitter.com/CricCrazyNIKS/status/1338425712844238850?s=20
সঙ্গে সঙ্গে দলের বাকি খেলোয়াড়রা গিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন। তবে এরকম পরিস্থিতি তৈরি হওয়ায় ফের একবার কলঙ্কিত হল বাংলাদেশ ক্রিকেট। অনেকেই প্রশ্ন করেছেন মুশফিকুর রহিমের মত একজন সিনিয়র ক্রিকেটার কিভাবে দলের তরুণ ক্রিকেটারদের উপর এইভাবে চড়াও হন? যখন তার উচিত দলের তরুণ ক্রিকেটারদের সাহস যোগানো তার বদলে তিনি কীভাবে তাদের উপরেই হবে চড়াও হচ্ছেন?