ইতিহাস রচনা হওয়ার কাহিনি, ‘অপরাজিত’র ট্রেলার দেখে শিহরিত বাঙালি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী আর হিন্দি ইন্ডাস্ট্রির ঠাণ্ডা লড়াইয়ের মাঝে নতুন রূপে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলা ছবি। করোনা পরবর্তী কালে পরপর বেশ কয়েকটি বাংলা ছবি সুপারহিট হয়েছে। আগামীতে যে ছবির জন‍্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সেটি হল পরিচালক অনীক দত্তের (Anik Dutta) ‘অপরাজিত’ (Aparajito)। শনিবার প্রকাশ‍্যে এল ছবির ট্রেলার।

অপরাজিত ছবি নিয়ে ইতিমধ‍্যেই উন্মাদনা তুঙ্গে উঠেছে। এতদিনে সকলেই প্রায় জেনে গিয়েছে ছবির বিষয়বস্তু। কিংবদন্তি পরিচালক সত‍্যজিৎ রায়ের (Satyajit Ray) অস্কার জয়ী ছবি ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ‍্যের গল্প উঠে আসবে অনীক দত্তর ‘অপরাজিত’তে। সত‍্যজিৎ রায়ের চরিত্রের আদলেই তৈরি হয়েছে অপরাজিত রায় চরিত্রটি। এই চরিত্রেই দেখা যাবে জিতু কামালকে (Jeetu Kamal)।


কয়েক মাস আগেই সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল জিতুর লুক। ফের যেন জীবন্ত হয়ে উঠেছেন  সত‍্যজিৎ রায়। সেই একই রকম তীক্ষ্ণ দৃষ্টি, কপালের উপরে একটা হাত রেখে বসার ভঙ্গিমা কিংবা দু আঙুলে সিগারেট ধরার কায়দা। জিতুর মধ‍্যে দিয়েই নতুন  করে বেঁচে উঠেছেন পর্দায় ‘পথের পাঁচালী’র স্রষ্টা।

তবে ‘পথের পাঁচালী’ এখানে ‘পথের পদাবলী’ নামে উপস্থাপন করেছেন অনীক দত্ত। পাঁচালী বা পদাবলী যাই বলুন, ছবিটি বানাতে গিয়ে বড় সমস‍্যার মুখে পড়তে হয়েছিল সত‍্যজিৎকে। প্রশ্ন উঠেছিল তখনকার দিনে, চেনা পরিচিত নায়ক নায়িকা নেই, ভাব ভালবাসা নেই। নিদেনপক্ষে অন্তত দু তিনটে গান তো থাকতে পারত। এ কেমন ছবি!

আর্থিক অনটনে পড়েও হাল ছাড়েননি পরিচালক। পাশে দাঁড়িয়েছিলেন স্ত্রী বিজয়া রায়। অনেক লড়াইয়ের পর রচিত হয়েছিল ইতিহাস। সেসব কাহিনির পাশাপাশি পথের পদাবলীর (পথের পাঁচালী) শুটিংয়ের সময় কাশবনে অপু দূর্গার আইকনিক দৃশ‍্যগুলি, ইন্দির ঠাকরুনের মতো চরিত্রেরও দেখা মিলেছে ট্রেলারে।

২ মিনিটের ট্রেলার দেখে নস্টালজিক বাঙালি। কেউ বলছেন, শিহরণ খেলে গেল। কেউ বলছেন, এই ছবি জাতীয় পুরস্কার পাওয়ার দাবি রাখে। অনেকেই অপরাজিত রায় রূপে জিতুর অভিনয় এবং লুকে মুগ্ধ। সম্পূর্ণ ছবিটি দেখার জন‍্য এখনো অপেক্ষা করতে হবে ১৩ র মে এর।

সম্পর্কিত খবর

X