বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) সাথে একটি চুক্তি সম্পন্ন করেছেন ভারতের আরেক ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) ভাই অনিল আম্বানি (Anil Ambani)। মূলত, মুম্বায়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে আদানি গ্রুপের কমার্শিয়াল প্রোপার্টি ইন্সপায়ার বিকেসি-তে ৪৮,৯২৪ বর্গফুট জায়গা লিজ নিয়েছে অনিল আম্বানির সংস্থা।
চমকে দেবে ভাড়ার পরিমাণ:
এমতাবস্থায়, এজন্য অনিল আম্বানির বিমা সংস্থাটিকে যে বিপুল অঙ্কের ভাড়া প্রদান করতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। এমনকি, সেই অঙ্ক জানলে অবাক হবেন প্রত্যেকেই। জানা গিয়েছে যে, সংস্থাটির জন্য সেখানে মোট পাঁচ বছরের সময়সীমা পর্যন্ত জায়গা লিজ নেওয়া হয়েছে। যার জন্য অনিল আম্বানি ভাড়া দেবেন ৬২.৪ কোটি টাকা।
আরও পড়ুন: এই অক্ষরগুলি দিয়ে নাম শুরু হলেই জীবনে মিলবে বড় সাফল্য! দু’হাতে আসবে টাকা, কি বলছে জ্যোতিষশাস্ত্র?
এভাবে দিতে হবে ভাড়া:
এদিকে, এই বিপুল অঙ্কের ভাড়া কিভাবে ধাপে ধাপে পরিশোধ করা হবে সেই বিষয়টিও সামনে এসেছে। মূলত, রিলায়েন্স নিপ্পন প্রথম তিন বছরে ভাড়া দেবে ১২.৮ কোটি টাকা। পাশাপাশি চতুর্থ বছরে ভাড়া দিতে হবে ১৩ কোটি টাকা। এছাড়াও, পঞ্চম বছরে ১১ কোটি টাকা ভাড়া হিসেবে দিতে হবে।
আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ! বিপুল শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি SBI-র, এভাবে করুন আবেদন
এই প্রসঙ্গে সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, সংস্থাটি প্রতি বর্গফুটে ২১৯ টাকা ভাড়া দেবে। যা ওই এলাকার ভাড়ার সাথে প্রায় সামঞ্জস্যপূর্ণ। তবে, এই বিষয়ে রিলায়েন্স নিপ্পন লাইফ ইনসিওরেন্স এবং আদনি গ্রুপের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, রিলায়েন্স নিপ্পন তার কর্পোরেট সদর দপ্তরের জন্য ২০২০ কুড়ি সালে ওইখানেই পাঁচ বছরের জন্য ৪০ হাজার বর্গফুট লিজে নিয়েছিল। এমতাবস্থায় ফের একবার সেখানে জায়গা লিজ নেওয়ার বিষয়টি খবরের শিরোনামে উঠে এসেছে।