শ্রীদেবীকে পাওয়ার জন‍্য পাগল বনি, অভিনেত্রীর জন‍্য নিজের দাদার সঙ্গেই ঝামেলায় জড়ান অনিল

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের চিরকালীন জনপ্রিয় অভিনেত্রীদের মধ‍্যে অন‍্যতম শ্রীদেবী (sridevi)। সে সময়কার প্রায় সব সুপারহিট হিরোদের সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছিরেন তিনি। তবে অনিল কাপুরের (anil kapoor) সঙ্গে শ্রীদেবীর জুটি বিশেষ ভাবে জনপ্রিয় ছিল সিনেপ্রেমীদের মধ‍্যে। একসঙ্গে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই জুটি। শ্রীদেবী অনিল অভিনীত এমনি একটি ছবি হল ‘মিস্টার ইন্ডিয়া’। এই ছবির সময়েই নাকি অভিনেত্রীর জন‍্য দাদা বনি কাপুরের (boney kapoor) সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন অনিল।

১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল মিস্টার ইন্ডিয়া। ছবিটি যেমন সুপারহিট হয়েছিল তেমনি জনপ্রিয় হয়েছিল এর গান। অনিল কাপুর ও শ্রীদেবীর রসায়ন মন জয় করে নিয়েছিল সকলের। কিন্তু এই ছবির শুটিংয়ের সময়েই পরিবারের মধ‍্যে বিবাদে জড়ান অনিল। শ্রীদেবীর জন‍্য মনোমালিন‍্য শুরু হয় বনি এবং অনিলের।

mr india
এই বিষয়ে একদিন এক সাক্ষাৎকারে শ্রীদেবীর স্বামী প্রযোজক বনি কাপুর জানিয়েছিলেন, প্রথম বার শ্রীদেবীকে দেখেই নাকি পাগল হয়ে গিয়েছিলেন তিনি। নিজের ছবিতে যেকোনো মূল‍্যে শ্রীদেবীকে চাইছিলেন তিনি। কিন্তু মিস্টার ইন্ডিয়া ছবির জন‍্য অভিনেত্রীকে প্রস্তাব দিলে তিনি তা ফিরিয়ে দেন। তাঁর দাবি ছিল, ১০ লক্ষ টাকা পারিশ্রমিক দিতে হবে তাঁকে।

বদলে শ্রীদেবীকে সে সময়ে ১১ লক্ষ টাকা পারিশ্রমিক দিয়েছিলেন বনি। এই ঘটনা নিয়েই দাদার সঙ্গে মনোমালিন‍্য অনিলের। একটা ছবিতে অভিনয়ের জন‍্য এই পরিমাণ টাকা শ্রীদেবীকে দেওয়াটা মোটেই সমর্থন করেননি অভিনেতা। অবশ‍্য এখানেই থাকেননি বনি। প্রেমে পাগল হয়ে শ্রীদেবীর মায়ের চিকিৎসার সমস্ত খরচও বহন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এমনকি চিকিৎসার জন‍্য মাকে মার্কিন মুলুকে নিয়ে যাওয়ার জন‍্য টিকিটও কেটে দিয়েছিলেন বনি।

boney sridevi 750 1523696543
দাদার এই সব কাণ্ডকারখানা দেখেই ক্ষেপে যান অনিল। মিস্টার ইন্ডিয়ার শুটও নাকি মাঝপথে বন্ধ করে দিয়েছিলেন তিনি। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে অনিলের রাগ ভাঙাতে সচেষ্ট হন পরিচালক শেখর কাপুর। শেষমেষ কয়েকটি শর্তের বিনিময়ে শ্রীদেবীর সঙ্গে অভিনয় করতে রাছি হন অনিল কাপুর।

Niranjana Nag

সম্পর্কিত খবর