নিয়মিত সেক্সেই ৬৫-তে তারুণ‍্যের চাবিকাঠি! কফি উইথ করনে বোমা ফাটালেন অনিল কাপুর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আশি-নব্বইয়ের দশকের একজন অভিনেতা যিনি এখনো একই উদ‍্যম নিয়ে কাজ করে চলেছেন তিনি অনিল কাপুর (Anil Kapoor)। বয়স যেন তাঁর কাছে এসে উলটো পথে হাঁটে। পাক ধরা চুল সযত্নে কালো করে রাখেন অভিনেতা। শরীরে এখনো এতটুকু বাড়তি মেদ নেই। নিয়ম করে শরীরচর্চা করেন, দৌড়ান অনিল। তাঁর এই চির তারুণ‍্যের রহস‍্য বলিউডের কাছে বাস্তবিকই একটা বড় রহস‍্য।

‘বয়স্ক’ তকমাটা শুনতেই চান না অনিল। ৬৫ বছর বয়সেও তাঁর ফিটনেস নজর কাড়ার মতো। নেপথ‍্যে রহস‍্যটা কী? সম্প্রতি কফি উইথ করনে এসে মুখ খুললেন অনিল। আর তাঁর উত্তর শুনে চক্ষু ছানাবড়া করন সহ দর্শকদেরও। যৌনতাই নাকি তারুণ‍্য ধরে রাখতে সাহায‍্য করে অনিলকে।


কফি উইথ করনের সপ্তম সিজনে আগামী অতিথি অনিল কাপুর এবং বরুন ধাওয়ান। কয়েক মাস আগে দুজনকে দেখা গিয়েছিল ‘যুগ যুগ জিও’ ছবিতে। আগামী বৃহস্পতিবারের পর্বের প্রোমো প্রকাশ‍্যে এনেছেন করন। সেখানে তাঁকে প্রশ্ন করতে শোনা যায়, কোন তিনটি জিনিস অনিলকে তরুণ অনুভব করতে সাহায‍্য করে? এক মুহূর্তও না ভেবে অভিনেতার উত্তর, সেক্স, সেক্স, সেক্স। যদিও তাঁর দাবি, সবকিছুই নাকি স্ক্রিপ্টেড।

অনিলের কথা শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়ার জোগাড় করন আর বরুনের। অথচ অনিলই আবার বরুনের সঙ্গে নাচতে গিয়ে হাঁপিয়ে একসা! ওটুকূ নেচেই নাকি ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। প্রোমোতে বরুনকে প্রশ্ন করেন করন, ক‍্যাটরিনা কাইফ নাকি দীপিকা পাডুকোন কার সঙ্গে কাজ করতে চাইবেন তিনি?

বরুন উত্তর দেন, “আমাকে সবসময় বলা হয় যে আমাকে নাকি বাচ্চা বাচ্চা লাগে”। সঙ্গে সঙ্গে করনের খোঁচা, তিনি কি বলতে চাইছেন ক‍্যাটরিনা দীপিকাকে বেশি বয়স্ক লাগে? কৈফিয়তের ভঙ্গিতে বরুন বলেন, তাঁকে বলা হয়েছে যে তাঁকে বাচ্চা বাচ্চা লাগে। কিন্তু করন তবুও ঘ‍্যানঘ‍্যান করতে অভিনেতা বলেন, প্রযোজক নিজেই বলছেন দুই নায়িকাকে বয়স্ক লাগে। শুধু তাই নয়, র‍্যাপিড ফায়ার পর্বে বেশিরভাগ প্রশ্নের উত্তরেই অনিলের ভাইপো অর্জুন কাপুরের নাম নিতেও দেখা যায় বরুনকে।

https://www.instagram.com/reel/CiZRtdOonuk/?igshid=YmMyMTA2M2Y=

চলতি সিজনে এখনো পর্যন্ত করনের অতিথি হিসাবে দেখা গিয়েছে আলিয়া ভাট, রণবীর সিং, জাহ্নবী কাপুর, সারা আলি খান, অক্ষয় কুমার, সামান্থা রুথ প্রভু, বিজয় দেবেরাকোন্ডা, অনন‍্যা পাণ্ডে, আমির খান, করিনা কাপুর খান, শাহিদ কাপুর, কিয়ারা আডবানী, টাইগার শ্রফ, কৃতি সানন, ভিকি কৌশল, সিদ্ধার্থ মালহোত্রা, ক‍্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদী, ঈশান খট্টরকে।

সম্পর্কিত খবর

X