ছেলে কোটি টাকার চাকরি পেয়েছেন গুগলে, তবুও কাজ ছাড়তে নারাজ অঙ্গনওয়াড়ির কর্মী মা

বাংলাহান্ট ডেস্ক : বড় সাফল্য রামপুরহাটের ছাত্রের। গুগলে কোটি টাকা প্যাকেজের চাকরি পেলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশাখ মণ্ডল গুগুল ও ফেসবুক এই দুই টেক জয়েন্টের থেকে চাকরির অফার পান। প্রথমে ফেসবুকে চাকরি করার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে তিনি গুগলে জয়েন করবেন বলে জানিয়েছেন। বীরভূমের কৃতি ছাত্র বিশাখ গত ৫ই সেপ্টেম্বর তার কাজে যোগদানও করে ফেলেছেন। কিন্তু ছেলে এত মোটা মাইনের চাকরি পেলেও নিজের অঙ্গনওয়াড়ির কাজ ছাড়তে নারাজ মা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বিশাখ মণ্ডল। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয় বিভাগের কৃতি ছাত্র তিনি। তারা বাবা পেশায় কৃষক।মা একজন অঙ্গনওয়াড়ির কর্মী। সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলের এই ব্যাপক সাফল্য রীতিমতো নজর কেড়েছিল সবার। যাদবপুরে ক্যাম্পাসিংয়ে গুগুল্ ও ফেসবুক দুই সংস্থাই তাকে কোটি টাকা প্যাকেজের চাকরির প্রস্তাব দেয়।

বিশাখ প্রথমে ফেসবুকে যোগদান করার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে তার সিদ্ধান্ত পালটান। তিনি জানান গুগুলে এ জয়েন করতে চলেছেন। এরপর রীতিমতো গুঞ্জন শুরু হয়ে যায় যে গুগল কি তবে বিশাখকে বেশি টাকার চাকরি অফার করেছে? সে বিষয় স্পষ্ট কোন ধারণা না পাওয়া গেলেও জানা যাচ্ছে গুগল তাকে বার্ষিক দু কোটি টাকা বেতন দেবে!

jpg 20220913 132521 0000

নিজের এই সাফল্যের পর বিশাখ জানিয়েছিলেন, “ছোটবেলা থেকে খুব কষ্ট করতে দেখেছি বাবা মাকে। তারা কখনোই আমার উপর চাপ সৃষ্টি করেননি। তাদের একটাই বক্তব্য ছিল যে ভালো মানুষ হতে হবে। আমি বরাবর সেটাই হওয়ার চেষ্টা করেছি।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর