মাইকেল হোল্ডিং, ওয়াকার ইউনিসের মত প্রাপ্তন ক্রিকেটারদের আশঙ্কাকে উড়িয়ে দিলেন অনিল কুম্বলে। অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটির করোনা পরবর্তী সময়ে ক্রিকেটার এবং সাপোর্টারদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে বলে লালা কিংবা থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে এই নিয়ম শুধুমাত্র করোনা পরবর্তী সময়েই বহাল থাকবে, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ পুরোপুরিভাবে মিটে গেলে ক্রিকেটে ফিরবে পুরোনো নিয়ম।
হোল্ডিং এর মত প্রাক্তন ক্রিকেটার জানিয়েছিলেন যে বলে যদি থুতুর ব্যবহার উঠে যায় তাহলে ক্রিকেটে আর কোন দিন রিভার সুইং দেখা যাবে না। এই পরিপ্রেক্ষিতে ভারতীয় স্পিনার অনিল কুম্বলে জানিয়েছেন বলে থুতু কিংবা লালার ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্বজুড়ে করোনা মহামারী মিটে গেলেই ফের ক্রিকেট ফিরবে তার পুরোনো নিয়মে। তবে বলে থুথু কিংবা লালার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হলেও ঘাম ব্যবহারের ক্ষেত্রে কোন প্রকার নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
বিভিন্ন চিকিৎসক এবং বিজ্ঞানীরা জানিয়েছিলেন যে এক মানুষের শরীরের লালা কিংবা থুতুর সাহায্য করোনা ভাইরাস ছড়িয়ে যেতে পারে অন্য মানুষের শরীরে। সেই কারণে ক্রিকেটার এবং ক্রিকেটের সাথে যুক্ত সমস্ত মানুষদের শারীরিক সুস্থতায় কথা মাথায় রেখে অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে বলে থুতু এবং লালার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি থাকবে।