বাংলাহান্ট ডেস্ক: ভাইফোঁটা (bhaiphonta) বা ভাইদুজ পালন চলছে গোটা দেশ জুড়ে। বাঙালিদের প্রতিপদ এবং দ্বিতীয়াতে হয় ভ্রাতৃদ্বিতীয়া যার পোশাকি নাম ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘজীবন কামনা করে বোন। ভাই বোনের জন্য খুবই স্পেশ্যাল এই দিনটা। কিন্তু যাদের ভাই বা দাদা নেই তারা কী করবে? বোনের দীর্ঘায়ু কামনায় কি ফোঁটা দেওয়া যায় না?
সাম্প্রতিক সময়ে প্রথা ভাঙার নিদর্শন অনেক দেখা গিয়েছে। ভাইফোঁটার দিন বোনফোঁটা বা জামাইষষ্ঠীর দিন বৌমাষষ্ঠী পালন করতে দেখা গিয়েছে অনেককে। এমনি প্রথা ভাঙার নজির গড়লেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী (anindita roychowdhury)। ভাইয়ের বদলে বোনফোঁটা পালন করে বোনের দীর্ঘায়ু কামনা করলেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বোনফোঁটা অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করেছেন অনিন্দিতা। ছবিতে দেখা যাচ্ছে, বোন আভেরী সিনহা রায়কে ফোঁটা দিচ্ছেন তিনি। আসনের পাশে রাখা হয়েছে প্রদীপ, মিষ্টি। দিদির পা ছুঁয়ে প্রণাম করেছেন আভেরী। দুই বোনের গলা জড়িয়ে ধরার মুহূর্তও লেন্সবন্দি হয়েছে।
https://www.instagram.com/p/CV5rt2TNEuC/?utm_medium=copy_link
ক্যাপশনে অনিন্দিতা লিখেছেন, ‘প্রতিপদ স্পেশ্যাল’। ছবি তুলেছেন অভিনেতা সুদীপ সরকার। অনিন্দিতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। সেটা পোস্টের কমেন্ট বক্স দেখেই স্পষ্ট। হৃদয়ের ইমোজিতে ভরে গিয়েছে কমেন্ট বক্স। শুধুমাত্র মুখে সমাজ পালটানোর বুলি না আউড়ে সেটা যে অনিন্দিতা কাজে করে দেখিয়েছেন সে জন্য তাঁর প্রশংসা প্রাপ্য বটে।
এই মুহূর্তে ধুলোকণা সিরিয়ালে অভিনয় করছেন অনিন্দিতা। সদ্য শেষ হওয়া দেশের মাটি সিরিয়ালেও দেখা গিয়েছে তাঁকে। দুটি সিরিয়ালেই প্রতিবাদী চরিত্র ফুটিয়ে তুলেছেন তিনি পর্দায়। অনিন্দিতার বোন আভেরীও একজন অভিনেত্রী। এই মুহূর্তে জি বাংলার উমা সিরিয়ালে অভিনয় করছেন তিনি।