ব্রিগেডে, আজানে যখন মাইক বাজে তখন প্রতিবাদ করেন না কেন? অশ্রাব‍্য ভাষায় বিকাশরঞ্জনকে তোপ অনিন্দ‍্যর

বাংলাহান্ট ডেস্ক: অষ্টমীর অঞ্জলির মন্ত্রোচ্চারণ মাইকে শোনানোয় শব্দদূষণ ঘটছে। মন্ত্রোচ্চারণকে ‘উন্মত্ত চিৎকার’ বলে সোশ‍্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন সিপিআইএমের রাজ্যসভার সদস্য তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (bikashranjan bhattacharyya)। এবার এর পালটা দিলেন অনিন্দ‍্যপুলক বন্দ‍্যোপাধ‍্যায় (anindya banerjee)। সোশ‍্যাল মিডিয়াকেই ঢাল বানিয়ে অশ্রাব‍্য গালাগালি দিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি।

মাস খানেক আগেই বিজেপি ত‍্যাগ করেছেন অনিন্দ‍্য। বামের শ্রমজীবী ক‍্যান্টিনের মিছিলে দেখা গিয়েছে তাঁর উপস্থিতি। এবার ভিডিওতে সেই বাম দলকেই তীব্র কটাক্ষ করতে শোনা গেল অভিনেতাকে। সরাসরি নাম না নিয়ে ‘আকাশ রঞ্জন ভট্টাচার্য’ বলে একের পর এক ভর্ৎসর্নার তীর ছুঁড়লেন অনিন্দ‍্য।

84640344
তাঁর প্রশ্ন, যখন ব্রিগেডে সিপিআইএমের সভার সময় মাইক বাজানো হয় বা আজানের সময় মাইক বাজানো হয় তখন আপত্তি করেন না কেন? শুধু অষ্টমীর অঞ্জলির সময় প্রতিবাদ কেন? অনিন্দ‍্যর কথায়, “ভারতে রাজনীতি করবে আর ধর্মীয় ভাবাবেগকে আঘাত করবে, সিপিএমের এই ধারনা কোথা থেকে এল? সেক‍্যুলারিজমের অর্থই জানা নেই।”

তাঁর আরো অভিযোগ, “সিপিএম ক্ষমতায় আসবে বলে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করছে, ভারতের মাটিতে দাঁড়িয়ে। দেশ স্বাধীন হওয়ার সময়েও তারা ব্রিটিশদের পক্ষ নিয়েছিল। এরা প্রকাশ‍্য রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খাবে আর একটা ধর্মকে আঘাত করবে এ হয় নাকি? সিপিএম বিজেপিগিরি করছে, ধর্মকে আঘাত করছে। অষ্টমীর অঞ্জলি মাইকে হবে কিনা সেটা আকাশ রঞ্জনরা কীকরে ঠিক করবে?”

দিন কয়েক আগেই সোশ‍্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে মুখ‍্যমন্ত্রী এবং পুলিস কমিশনারকে আক্রমণ শানিয়েছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি লেখেন, ‘মাইকে চলছে উন্মত্ত চিৎকার। শব্দদূষণ কথাটাই যেন অবলুপ্ত হয়ে গিয়েছে। মন্ত্রপাঠ ব্যক্তিগত আচরণের বিষয়। চিলচিৎকারে অবোধ্য কিছু শব্দ জোর করে শোনাতে হবে? সেটা কোন সংস্কৃতির অঙ্গ তা আমার জানা নেই।’ তুমুল বিতর্ক হয়েছিল এই পোস্টকে ঘিরে।

Niranjana Nag

সম্পর্কিত খবর