সারা মাথা জড়ানো ব্যান্ডেজে, হাসপাতাল থেকে ভিডিও করলেন অনিন্দ্য!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টেলিপাড়ার অতি পরিচিত মুখ অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। বিভিন্ন সিরিয়ালে (Serial) তাঁর অভিনয় দক্ষতা মন ছুঁয়েছে দর্শকদের। নায়কোচিত লুক নিয়ে খলনায়কের ভূমিকাতেও দাপটের সঙ্গে অভিনয় করতে পারেন তিনি। গাঁটছড়া (Gantchhora) সিরিয়ালের রাহুল দুষ্টু হলেও দর্শকদের অনেকেই তাকে প্রিয় চরিত্রের আসনে বসিয়েছে।

কিন্তু সম্প্রতি অনিন্দ্যর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন অনিন্দ্য। তাঁর পরনে হাসপাতালের পোশাক। মাথায় ব্যান্ডেজ করা, নাকের উপরেও ব্যান্ডেজ। হঠাৎ কী হল অভিনেতার? এত চোট লাগল কীভাবে?

 

তবে চোটগুলো সত্যিকারের তো? আজ্ঞে না, অনিন্দ্যর শেয়ার করা পোস্টটি দেখেই তা বোঝা যাচ্ছে স্পষ্ট। একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, যেখানে এই ব্যান্ডেজ করা লুকটি তৈরির সম্পূর্ণ নেপথ্য ভিডিও তুলে ধরেছেন অনিন্দ্য। আসলে এই লুকটা তৈরি করা শুটিংয়ের জন্যই। গাঁটছড়া সিরিয়ালে রাহুলের একটি দৃশ্যের জন্যই এমন লুক অভিনেতার।

ভিডিওতে দ্যুতি ওরফে শ্রীমার সঙ্গে খুনসুটি করতেও দেখা গিয়েছে অনিন্দ্যকে। ভিডিওটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘বাজে ছেলে হইতে সাবধান। কেউ আবার সিরিয়াসলি নেবেন না।’ কমেন্ট বক্সে শ্রীমার খোঁচা, ‘রাহুলের মতো বাজে ছেলে হইতে সাবধান’।

প্রায় বছর দেড়েক হয়ে গেল গাঁটছড়ার। স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম এই মেগা। ‘খড়িদ্ধি’ বলতে অজ্ঞান অনুরাগীরা। এখনো পর্যন্ত সেরা দশের টিআরপি তালিকায় জায়গা ধরে রেখেছে সিরিয়ালটি। উপরন্তু ঋদ্ধি খড়ির পুনর্মিলনে ফের জমে উঠেছে গাঁটছড়া।

সম্পর্কিত খবর

X