বাংলাহান্ট ডেস্ক: একটা ছেলে আর মেয়ে নাকি কখনো বন্ধু হতে পারে না। বলিউডি ছবির জনপ্রিয় সংলাপকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। যে গ্ল্যামার জগতে অভিনেতা অভিনেত্রীরা নাকি একে অপরের বন্ধু হতে পারে না, সেখানে দীর্ঘ দশ বছর ধরে নিখাদ বন্ধুত্ব বজায় রেখেছেন তাঁরা। অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন অনিন্দ্য মিমি।
প্রতি বছর একে অপরের জন্মদিনে কেক নিয়ে পৌঁছে যান দুই বন্ধু। গত বছর ডিসেম্বরে অনিন্দ্যর জন্মদিনে মধ্যরাতেই অভিনেতার বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেন মিমি। হাতে ছিল কেক। মাঝরাতেই ঘরোয়া পার্টিতে মেতে ওঠেন বার্থডে বয়। সঙ্গে মিমি ছাড়াও ছিলেন অনিন্দ্যর প্রেমিকা। পি আর প্রফেশনাল রোমি দত্তর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় মিমি, রোমি দুজনকে নিয়েই ছবি শেয়ার করেছিলেন অনিন্দ্য। তেমনি মিমির জন্মদিনেও তার অন্যথা হয়নি। আনন্দবাজার অনলাইনের হয়ে অভিনেতা লেখেন, বৃহস্পতিবার মধ্যরাতেই মিমির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন অনিন্দ্য। অভিনেত্রীর কোনো তারকা বন্ধুই ছিলেন না সেখানে।
শুধু নিজের ম্যানেজার, হেয়ার ড্রেসার ও বাবা, মা, দিদিকে নিয়ে পার্টিতে মেতে উঠেছিলেন মিমি অনিন্দ্য। শুক্রবার গোটা দিন যে যার নিজের কাজে ব্যস্ত থাকলেও রাতে অভিনেত্রী সাংসদের বাড়িতেই আমন্ত্রণ ছিল অনিন্দ্যর। অবশ্য অভিনেতা জানান, তাঁর কাছে মিমি শুধুই মিমি। তিনি না সাংসদ আর না কোনো তারকা।
https://www.instagram.com/p/CZzpqr5Bc6v/?utm_medium=copy_link
অনিন্দ্যর কথায়, নিজের কোনো দরকারেই তিনি সাহায্য চান না মিমির কাছে। কিন্তু অন্য যে কেউ বিপদে পড়লে তার জন্য সাহায্যের দরকার পড়লে সবসময় বন্ধুকে পাশে পেয়েছেন তিনি। তেমনি দরকারে মিমিকেও পরামর্শ দিয়েছেন অনিন্দ্য। অভিনয় থেকে রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, সমালোচনাও করেছেন।
নিজের পদমর্যাদা দূরে সরিয়ে রেখে বন্ধুর প্রতিটা কথাই গুরুত্ব দিয়ে শুনেছেন মিমি। দুজনের মাঝে কোনো স্টারডম, অহংকার আসতে দেননি বলেই হয়তো এত বছর ধরে অটুট রয়েছে বন্ধুত্বটা। আর ভবিষ্যতেও থাকবে বলে বিশ্বাস অনিন্দ্যর।