আগামী সপ্তাহেই বিয়ের পিঁড়িতে অনির্বাণ ভট্টাচার্য্য, খবর প্রকাশ‍্যে আসতেই তোলপাড় নেটদুনিয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডে (tollywood) ফের বিয়ের সানাই। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য (anirban bhattacharya)। লাখো মহিলা অনুরাগীর হৃদয় ভেঙে দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর গলায় মালা পরাতে চলেছেন অভিনেতা।

বেশ কিছুদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল যে সম্ভবত চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনির্বাণ। কিন্তু করোনা আবহ সেই সঙ্গে দীর্ঘ লকডাউনের জন‍্য তা পিছিয়ে যায়। তবে জল্পনার অবসান হয়নি তাতে। শেষ পর্যন্ত অনির্বাণ নিজেই জানান, বিয়ে করলে তিনি নিজেই জানাবেন সকলকে। সেই সময় এখনো আসেনি।


শেষমেষ সেই সময় এল। বেশিও দেরিও নেই আর। জানা যাচ্ছে, চলতি মাসেরই ২৬ তারিখ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন অনির্বাণ। হবু স্ত্রী মধুরিমাও অভিনয় জগতের মানুষ। তবে তিনি নাট‍্যচর্চার সঙ্গে যুক্ত। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামীর মেয়ে হলেন মধুরিমা।

অনির্বাণের মতোই অভিনয় ছাড়াও রাজনৈতিক বিষয়েও যথেষ্ট সচেতন মধুরিমা। দুজনে ইতিমধ‍্যেই একত্রে কিছু নাটক প্রযোজনার কাজ করেছেন। ২৬ নভেম্বর সল্টলেক ন‍্যাশনাল মাইম ইনস্টিটিউটে বসবে বিয়ের আসর। তবে তথাকথিত ভাবে নয়, বরং একেবারেই ভিন্ন কায়দায় বিয়ে করতে চলেছেন অনির্বাণ মধুরিমা। গান বাজনা খাওয়াদাওয়া সমেত ঘরোয়া অনুষ্ঠানেই চার হাত এক হবে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, বছরের শুরু থেকেই বেশ ব‍্যস্ত সময় কেটেছে অনির্বাণের। একের পর এক হিট ছবি ঝুলিতে পুরেছেন তিনি। প্রথমে দ্বিতীয় পুরুষ, তারপর ডিটেকটিভ, শেষে ড্রাকুলা স‍্যার। সবকটি ছবিই বক্স অফিসে সাফল‍্যের মুখ দেখেছে।

কিছুদিন আগে সোশ‍্যাল মিডিয়ায় একটি ছবির নগ্ন দৃশ‍্য ফাঁস হওয়া তুমুল সমালোচনা ট্রোল হলেও কোনো মন্তব‍্য করেননি অনির্বাণ। নীরব থেকেই তিনি বুঝিয়ে দিয়েছেন এ সমস্ত ভিত্তিহীন সমালোচনার উর্দ্ধে তিনি। কেরিয়ারের পাশাপাশি এবার ব‍্যক্তিগত জীবনেও বদল আসতে চলেছে অনির্বাণের। সেই দিকেই তাকিয়ে তাঁর অসংখ‍্য অনুরাগীরা।

সম্পর্কিত খবর

X