বাংলাহান্ট ডেস্ক: কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ভুল ধরাতে গিয়ে নিজেই ট্রোলড হলেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। অবাঙালি কার্তিকের বাংলা বলায় খুঁত ধরে সর্বসমক্ষে সেটা ঠিক করে দিয়েছিলেন টলিউড অভিনেতা। এসেছিলেন লাইমলাইটেও। কিন্তু তাঁর এই কাজ নেটিজেনদের সমালোচনার মুখে ফেলেছে। রীতিমতো ট্রোলড হচ্ছেন অভিনেতা।
মাস মাস দুয়েক আগে মুক্তি পেয়েছে ভুলভুলাইয়া ২। অক্ষয় কুমারের জুতোতে পা গলিয়ে শুধু হাঁটেননি কার্তিক, দিব্যি দৌড়েছেন। দস্তুরমতো বাংলাও বলেছেন ছবিতে। তাতে কালঘামও ছুটেছে অবশ্য। কিন্তু পরিশ্রমের ফল পেয়েছেন তিনি। বলিউডের খরা কাটিয়ে সুপারহিট হয়েছে ভুলভুলাইয়া ২।
কিন্তু বাংলার জনপ্রিয় অভিনেতা অনির্বাণকে খুশি করতে পারেননি কার্তিক। অবাঙালির ভুল বাংলা ধরে ফেলেছে বাঙালি কান। সঙ্গে সঙ্গে টুইট করে শিক্ষা দিয়েছেন অনির্বাণ। কার্তিককে ‘বন্ধু’ সম্বোধন করে কটাক্ষও করতে ছাড়েননি। লিখেছেন, ‘আপনার নতুন গাড়ি বা চাইনিজ খাবারের টেবিলের জন্য অভিনন্দন। শুধু মনে রাখবেন আগামীকাল (Tomorrow) বাংলায় ‘কল’ বা ‘Call’ নয়। ওটা ‘Kaal’/কাল’।
Hello friend @TheAaryanKartik
Congratulations for your new car/Chinese food table.
Just remember 'tomorrow' is not 'kol' or 'call' in bangla. It's 'kaal' / কাল/ काल।— Anirban Bhattacharya (@AnirbanSpeaketh) June 26, 2022
কিন্তু কার্তিককে কটাক্ষ করতে গিয়ে নিজেই সমালোচিত হয়েছেন অনির্বাণ। একজন লিখেছেন, ‘দাদা পোড়া পোড়া গন্ধ কেনো আসছে!!!!! অন্যকে ধিল না ছুঁড়ে নিজের কাজে মন দিন, আপনারও একদিন টেবিল না হোক চেয়ার ঠিক জুটবে।’
আরেকজন টলিউডকে কটাক্ষ করে লিখেছেন, ‘যারা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে ভুল উচ্চারণ করেন সংশোধন তো তাদেরও দরকার। বাংলা সিনেমাতে অনেক জায়গায় হিন্দি ভাষা প্রয়োগ করা হয় হাস্যরস আনার জন্যে সেখানেও উচ্চারণ শুনে হিন্দিভাষীদের হাসি পাওয়ার কথা কেউ তখন বলেন না কিন্তু!! প্রতিবাদ সঠিক জায়গায় করলে ভালো হয় অকারণ নয়’।
Hello দাদা @AnirbanSpeaketh পোড়া পোড়া গন্ধ কেনো আসছে!!!!! অন্যকে ধিল না ছুঁড়ে নিজের কাজে মন দিন, আপনারও একদিন টেবিল না হোক চেয়ার ঠিক জুটবে।
— Rohan Biswas (@RohanBi28175000) June 28, 2022
https://twitter.com/KartikKiMeera/status/1541669233205030913?t=pCC1P8Yr8bnnlGmLDscDBw&s=19
একজন এও লিখেছেন, তিনি ভাবতে পারেননি অনির্বাণের মতো একজন অভিনেতা অবাঙালি কার্তিককে এভাবে বলবেন। যেখানে কার্তিক ছবির চিত্রনাট্য লেখেনি বা পরিচালনাও করেননি। এর আগে ‘প্রাক্তন’ ছবিতে সাবিত্রী দেবী হাস্যকর হিন্দি বলেছিলেন। কার্তিকও ছবিটি দেখেছিলেন। তিনি তো কিছু বলেননি। যেটা মজা সেটাকে মজা হিসাবেই নিতে শিখুন, অনির্বাণকে পালটা শিক্ষা নেটিজেনদের।