দীপিকার বোনকে চেনেন? সৌন্দর্যে দিদিকেও দশ গোল দিয়ে দেবেন অনিশা

বাংলাহান্ট ডেস্ক : গরমে অতিষ্ঠ রাজ্যবাসী। মাঝেমধ্যে হালকা বৃষ্টি হলেও তাতে খুব একটা মিলছেনা রেহাই। আর এই গরমের মাঝেই এবার সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়ালেন বলিউড (Bollywood) অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এর বোন অনিশা পাড়ুকোন (Anisha Padukone)। বর্তমানে ছুটি কাটাতে মালদ্বীপে রয়েছেন তিনি।

প্রকাশ পাড়ুকোনের দুই রত্ন দীপিকা এবং অনিশা। একজন অভিনয় জগতে নিজের কৃতিত্ব রেখেছেন আর অন্যজন রেখেছেন স্পোর্টসে। হ্যাঁ অনিশা পেশায় গোলফার। দিদির দেখানো পথে হাঁটেননি তিনি। হেঁটেছেন বাবার দেখানো পথেই।

Anisha Padukone

বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত অনিশা। সোশ্যাল মিডিয়ায় মোহময়ী রূপে ধরা দিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম প্রোফাইলে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অনিশা। সেখানে সাদাকালো সুইমস্যুটে দেখা গেছে তাঁকে। চোখে পড়েছেন রোদচশমা। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার ভালোবাসার জায়গা’।

কেবলমাত্র ঘোরাফেরাই নয়। জলের মধ্যেই নানান রকম স্পোর্টস অ্যাক্টিভিটি করতেও দেখা যায় তাঁকে। উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই দীপিকার সঙ্গে তিনি পাড়ি দিয়েছিলেন ভুটান। সেখানে একান্তের সময় কাটান দুই বোন। এমনকি মার্চ মাসে লস অ্যাঞ্জেলেসে যখন গিয়েছিলেন দীপিকা তখনও তাঁর সঙ্গী ছিলেন অনিশা।

সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় অনিশা পাড়ুকোন। মাঝেমধ্যেই নানান ধরনের ছবি ভিডিও পোস্ট করতে থাকেন তিনি। মালদ্বীপে গিয়েও হল না তার অন্যথা। বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল হাতড়ালেই দেখা যাবে একান্তে বেশ ভালই সময় কাটাচ্ছেন তিনি। কখনও মজেছেন জলকেলিতে তো কখনও আবার জাহাজে চড়ে বেড়াচ্ছেন ঘুরে।

সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার্স কম নেই অনিশার। তিনি যে কোনো ছবি পোস্ট করলেই তা মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এবারও ঘটেছে তেমনটাই। তাঁকে খুশির মেজাজে দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। কেউ লিখলেন, ‘তোমাকে ভীষণ ভালো লাগছে’। তো কেউ লিখলেন, ‘ওয়াটার বেবি’।

additiya

সম্পর্কিত খবর