এটাই ট্রেন্ড! মনোকিনি পরেই বেবি বাম্প নিয়ে প্রেগনেন্সি ফটোশুটে মাতলেন অনিতা হাস‍্যনন্দানি, ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত বছরের অক্টোবরেই খুশির খবরটা দিয়েছিলেন অভিনেত্রী অনিতা হাস‍্যনন্দানি (anita hassanandani)। মা হতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। ডিসেম্বরেই সাধ ভক্ষণ পর্ব মিটে গিয়েছে অনিতার। এবার শুধু অধীর আগ্রহে অপেক্ষা সেই শুভক্ষণের যখন নতুন সদস‍্য আসবে অনিতা ও তাঁর স্বামী রোহিত রেড্ডির সংসারে।

সম্প্রতি বেবি বাম্প (baby bump) নিয়ে বেশ কিছু ফটোশুট (pregnancy photoshoot) করেন অভিনেত্রী। সাদা কালো ফটোশুটে মার্কিন গায়িকা বেয়ন্সের প্রেগনেন্সি ফটোশুটের কথা মনে করালেন অনিতা। কালো মনোকিনিতে বেবি বাম্পে হাত দিয়ে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। সাদা টপ হট প‍্যান্টে বিছানায় বসেও ফটোশুট করতে দেখা গিয়েছে তাঁকে।


এর আগেও বেবি বাম্প নিয়ে প্রকাশ‍্যে এসেছিলেন অনিতা। ২০১৩ সালে ১৪ অক্টোবর গোয়ায় রোহিত রেড্ডির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের সাত বছর পর মা হতে চলেছেন আভিনেত্রী। সোশ‍্যাল মিডিয়ায় এই খুশির খবর নিজেই জানান অনিতা হাস‍্যনন্দানি। নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে বেশ অন‍্য রকম ভাবে এই সুখবর জানান তিনি।

https://www.instagram.com/p/CKi9iahANcx/?igshid=dof2k7abdzoj

স্বামী রোহিতের সঙ্গে সম্পর্কে থাকাকালীন ডেটে যাওয়া, এনগেজমেন্ট, বিয়ে ও তারপর এখন মা হতে চলা সব ঘটনাই একটি ‘টাইম ল‍্যাপ্স’ ভিডিওর মাধ‍্যমে তুলে ধরেন অনিতা। এই ভিডিওর মাধ‍্যমেই তাঁদের জীবনের এই খুশির খবর জানান অভিনেত্রী।

https://www.instagram.com/p/CKgONtqg_N7/?igshid=a75u9ew5ldzj

ভিডিওর শেষে দেখা যায়, অনিতার বেবি বাম্পে চুম্বন করছেন স্বামী রোহিত। ভিডিওটি শেয়ার করতেই অনুরাগী ও সহ অভিনেতাদের শুভেচ্ছা বার্তায় ভরে যায় অনিতার কমেন্ট বক্স।

https://www.instagram.com/p/CKi9eXahHxS/?igshid=1psmcdrfjab12

গত ডিসেম্বরে অনিতার ‘বেবি শাওয়ার’ এর আয়োজন করেন প্রযোজক একতা কাপুর। হলুদ গাউনে এদিন পার্টি মাত করেন ‘মম টু বি’। অনিতার সাধ ভক্ষণ অনুষ্ঠানে দেখা যায় হিন্দি টেলি জগতের বেশ কয়েকজন পরিচিত মুখকে।

X