পাকিস্তানে বিয়ে করে বিপাকে অঞ্জু! এবার ফিরে আসছে ভারতে

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগে সীমা হায়দারকে নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনীতি। পাকিস্তানের বাসিন্দা সীমা বিয়ে করতে ছুটে আসেন ভারতে। অন্যদিকে, ভারতের বাসিন্দা অঞ্জু ভালোবাসার টানে ভারত থেকে পাড়ি দিয়েছিলেন পাকিস্তান। তবে শোনা যাচ্ছে তিনি নাকি শীঘ্রই ফিরে আসতে পারেন ভারতে।

অঞ্জু তার দুই সন্তানকে ভীষণভাবে মিস করছেন। সেই কারণেই আগামী মাসে তিনি পাকিস্তান থেকে ভারতের ফিরে আসতে পারেন। অঞ্জুর স্বামী এমনটাই দাবি করেছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়াতে অঞ্জু গত জুলাই মাস থেকে থাকছিলেন। নাম পরিবর্তন করে নিজের নতুন নাম রেখেছিলেন ফতিমা। এমনকি কিছু পাক সংবাদমাধ্যম দাবি করে অঞ্জু নাকি পরিবর্তন করেছেন তার ধর্মও।

আরোও পড়ুন : অবসরপ্রাপ্ত কর্মীদের এবার সোনায় সোহাগা! মিলবে মোটা অঙ্কের টাকা, নয়া চমক রাজ্য সরকারের

বিয়েও করেছেন তার ফেসবুকের পাকিস্তানি বন্ধুকে। তার পাকিস্তানি বন্ধু প্রচুর মূল্যবান উপহারও দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ এমন কী হল যে তিনি ফিরে আসতে চাইছেন ভারতে? অঞ্জুর স্বামী নাসরুল্লাহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মানসিকভাবে বিপর্যস্ত তার স্ত্রী। ভীষণভাবে মিস করছেন তার সন্তানদের। ভারতে ফিরে আসা ছাড়া আর কোনও রাস্তা নেই।

আরোও পড়ুন : খরচ হবে সামান্যই, মিলবে দুর্দান্ত স্বাদের প্লেটভর্তি বিরিয়ানি! যাত্রীদের জন্য নয়া উদ্যোগ রেলের

নাসরুল্লাহও বলছেন এবার অঞ্জুর ভারতে ফিরে যাওয়াটাই ভালো। কারণ হিসেবে বলেছেন তার স্ত্রীর মানসিক অবস্থা খুবই শোচনীয়। দুটি সন্তান রয়েছে অঞ্জুর। ১৬ বছরের মেয়ে ও ৬ বছরের ছেলের জন্য মন খারাপ করছে তার। অন্য কোনও পথ না পেয়ে তাই সামনে মাসেই অঞ্জু ফিরে আসতে পারেন ভারতে। অন্যদিকে, সীমা জানিয়েছেন তিনি আর ফিরে যেতে চান না পাকিস্তানে। 

anju pakistan

সংবাদমাধ্যমে তিনি ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগানও দিয়েছেন। কিন্তু ভারতের মেয়ে অঞ্জু সন্তানদের টানে ফিরে আসছেন তার নিজের দেশে। গত জুলাই মাসে পাকিস্তানে চলে যান রাজস্থানের ভিওয়ান্দি জেলার বাসিন্দা অঞ্জু। পাকিস্তানের এক ব্যবসায়ীর প্রেমে পড়ে তিনি পাড়ি দেন সেদেশে। জয়পুর যাওয়ার নাম করে তিনি চলে গিয়েছিলেন পাকিস্তান।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর