বাগদানের সময় বাজল প্রয়াত সুশান্তের গান, অঙ্কিতাকে ‘ওভার অ্যাকটিং এর দোকান’ বলে ট্রোল নেটনাগরিকদের

বাংলাহান্ট ডেস্ক: রাত পোহালেই বিয়ে। সাত জন্মের জন‍্য এক হয়ে যাবেন অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande) ভিকি জৈন (vicky jain)। মেহেন্দি সেরেমনি ইতিমধ‍্যেই হয়ে গিয়েছে তাঁদের। এবার বাগদানের পালা। প্রয়াত প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) স্মৃতি সঙ্গে করেই হবু বর ভিকির আঙুলে আংটি পরিয়ে দিলেন অঙ্কিতা।

সোশ‍্যাল মিডিয়ায় তাঁদের বাগদানের একগুচ্ছ ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে ভিকি অঙ্কিতার আঙুলে আংটি পরিয়ে দিলেন। উল্লসিত দর্শকদের দিকে তাকিয়ে জয়ের হাসি ছুঁড়ে দিলেন অভিনেত্রী। তারপর ভিকির হাত নিজের হাতে নিয়ে পরিয়ে দিলেন আংটি। তখনি ব‍্যাকগ্রাউন্ডে বেজে উঠল সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘রাবতা’ ছবির গান।

IMG 20211213 171210
ভিকির হাত নিজের বুকে জাপটে ধরলেন অঙ্কিতা। ভিডিও ভাইরাল হতেই একের পর এক কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন নেটিজেনরা। সকলেরই একটাই বক্তব‍্য, অঙ্কিতা অত‍্যন্ত ‘ওভার অ্যাকটিং’ করেন। নিজের বিয়েতেও সেটা বাদ গেল না। আবার কয়েকজন সুশান্তের কথা মনে করে কষ্ট পেয়েছেন। তবে অঙ্কিতার কাছে সুশান্ত এখন অতীত। প্রাক্তন প্রেমিকের মৃত‍্যুর পর তাঁর জন‍্য বিচারের দাবিতে সুর চড়িয়েছিলেন ঠিকই। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্তও বদলাননি অঙ্কিতা। তা সে যতই সমালোচনা হোক না কেন‌।

IMG 20211213 171159
আগে খবর মিলেছিল ১৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন ভিকি অঙ্কিতা। ১২ থেকে ১৪ মোট তিনদিন ধরে চলবে বিয়ের নানাবিধ অনুষ্ঠান। মুম্বইতেই এক পাঁচতারা হোটেলে বসবে বিয়ের আসর। কম দিনে গোটা অনুষ্ঠান সারতে সকাল বিকেল মিলিয়ে আয়োজন করা হয়েছে। ১২ ডিসেম্বর থেকেই শুরু হবে হুল্লোড়। এদিন সকালে হবে মেহেন্দি সেরেমনি এবং বিকেলে বাগদান অনুষ্ঠান।

https://www.instagram.com/reel/CXaT29NqEgu/?utm_medium=copy_link

https://www.instagram.com/tv/CXZklelh3Z3/?utm_medium=copy_link

১৩ ডিসেম্বর সকালে একসঙ্গে হলদি অর্থাৎ গায়ে হলুদের অনুষ্ঠান হবে অঙ্কিতা ভিকির। সেদিন রাতেই জমজমাট সঙ্গীত অনুষ্ঠান। অবশেষে ১৪ ডিসেম্বর সকালে সাত পাক ঘুরবেন অঙ্কিতা ভিকি। সকালে বিয়ে সেরে আবার সেদিন সন্ধ‍্যাতেই রিসেপশনের সাজে সেজে উঠবেন নবদম্পতি। বহু তারকাই বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন বলে খবর।

Niranjana Nag

সম্পর্কিত খবর