বাংলাহান্ট ডেস্ক: বলিউডের চর্চিত জুটিদের মধ্যে অন্যতম অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande) এবং ভিকি জৈন (vicky jain)। গত তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের পর ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। এতদিন বিয়ের প্রশ্ন সযত্নে এড়িয়ে গেলেও এবার বলিপাড়ায় জোর গুঞ্জন খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা।
এই গুঞ্জনের মাঝেই এবার এমন একটি ছবি শেয়ার করেছেন অঙ্কিতা যা নিয়ে কানাঘুঁষো আরো তীব্র হয়েছে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন তিনি যেখানে প্রেমিক ভিকিকে জড়িয়ে ধরে চুম্বন করতে দেখা যাচ্ছে তাঁকে। দুজনের পরনেই গোলাপী রঙের ট্র্যাডিশনাল পোশাক। হালকা গোলাপী রঙের শাড়ি, গয়নায় সেজেছেন অঙ্কিতা। অপরদিকে ভিকির পরনেও একই রঙের পাঞ্জাবি ও পাজামা।
ক্যাপশনে অঙ্কিতা লিখেছেন, ‘ঈশ্বর তোমার জন্য যে প্রেম কাহিনি লিখে রেখেছেন সেটাকে ছোট করছ দেখো না। তুমি যা চাও বা কল্পনা করো তার থেকেও বেশি উনি করতে পারেন।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘সত্য কাহিনি’। কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটনাগরিকদের। একাংশ অঙ্কিতা ভিকির সম্পর্ককে শুভেচ্ছা জানিয়েছে। আবার অপর অংশ প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রসঙ্গ তুলে কটাক্ষ শানিয়েছে অভিনেত্রীকে। অনেকেই প্রশ্ন করেছেন তাঁদের বিয়ে কি হয়ে গিয়েছে? কিন্তু কোনো উত্তর দেননি অঙ্কিতা।
এর আগে পবিত্র রিশতা ২.০ সম্পর্কিত একটি সাক্ষাৎকারে অঙ্কিতার বিয়ে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন শাহির শেখ। এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অঙ্কিতাকে জিজ্ঞাসা করা হয়েছিল, পবিত্র রিশতা শেষ হওয়ার পর কী পরিকল্পনা রয়েছে তাঁর। উত্তরে অভিনেত্রী বলেন, তেমন কিছুই করার নেই তাঁর সিরিয়াল শেষের পর। সঙ্গে সঙ্গে পাশ থেকে শাহির বলে বসেন, “সে কি! তুমি তো বিয়ে করছ”।
https://www.instagram.com/p/CUEqNtMok_D/?utm_medium=copy_link
অভিনেতার আচমকা এমন মন্তব্যে প্রথমটা হকচকিয়ে গেলেও দ্রুত পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত হয়ে ওঠেন অঙ্কিতা। শাহিরকে এক ধমক দিয়ে তিনি বলেন, “তুমি কি পাগল হয়ে গেলে? চুপ চুপ চুপ! না এমন কোনো কথাই নেই। আমার কিছুই করার নেই। ফেব্রুয়ারি থেকে কিছু শুরুর পরিকল্পনা রয়েছে।”