‘পুরনো মুহূর্তগুলোতে যদি আবার ফিরতে পারতাম’, গণেশ চতুর্থীর আগে সুশান্তকে মনে পড়ছে অঙ্কিতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এক বছরের বেশি হয়ে গিয়েছে প্রয়াত হয়েছেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। গত বছর ১৪ জুন নিজের বান্দ্রার ফ্ল‍্যাটে ঝুলন্ত অবস্থায় মিলেছিল তাঁর দেহ। এখনো পর্যন্ত হয়নি মৃত‍্যু তদন্তের কিনারা। কিন্তু তাঁর কাছের মানুষরা এখনো মনে রেখেছেন সুশান্তকে। এদের মধ‍্যে একজন প্রয়াত অভিনেতার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande)।

আরো একটি গণেশ চতুর্থী সুশান্তকে ছাড়াই কাটাতে হবে তাঁকে। এদিন যেন সুশান্তকে আরো বেশি মনে পড়ছে অঙ্কিতার, সোশ‍্যাল মিডিয়ায় তাঁর পোস্ট দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা। খুব শীঘ্রই অর্চনা রূপে টেলিভিশনে ফিরছেন অঙ্কিতা। শুরু হতে চলেছে পবিত্র রিশতা ২.০। তবে এবারে আর সুশান্তকে দেখা যাবে না মানব রূপে। তাঁর জায়গায় আসছেন অভিনেতা শাহির শেখ।


এই মুহূর্তে গণেশ চতুর্থীতে অনস্ক্রিন পারফর্ম‍্যান্সের জন‍্য তৈরি হচ্ছেন অঙ্কিতা। সিরিয়ালের শুরুতেই থাকছে তাঁর একটি সোলো পারফর্ম‍্যান্স। আগে পবিত্র রিশতাতে গণেশ চতুর্থীর পারফর্ম‍্যান্সে সবসময়েই সুশান্ত থাকতেন অঙ্কিতার সঙ্গে। কিন্তু এবারে তিনি একা। পুরনো দিনগুলিতে ফিরে গিয়েছেন অঙ্কিতা তাঁর রিহার্সালের মাঝে।

নিজের কয়েকটি ছবি ও শুটিংয়ের দৃশ‍্যের ভিডিও শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, ‘মাঝে মাঝে মনে হয় যদি পুরনো দিনগুলোতে ফিরে যেতে পারতাম। কোনো কিছু বদলাতে নয়, শুধু কিছু মুহূর্ত আরো একবার উপভোগ করতে। নস্ট‍্যালজিক লাগছে। যেখান থেকে শুরু করেছিলাম, আমার শিকড়, আমার দ্বিতীয় ঘর, আমার পবিত্র রিশতার সেটে ফিরে খুব ভাল লাগছে। আশীর্বাদ চাইছি আর এবার একাই পারফর্ম করছি আমার বাপ্পা পবিত্র রিশতা গণপতি ইভেন্টের জন‍্য।’

https://www.instagram.com/p/CTfTjrnIxUC/?utm_medium=copy_link

অঙ্কিতার এই পোস্ট দেখেই নেটিজেনদের একাংশের ধারনা সুশান্তকে মিস করছেন তিনি। মানব অর্চনার পুরনো দিনগুলির কথা মনে করে চোখে জল এসেছে তাদের। ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে পবিত্র রিশতার দ্বিতীয় সিজনের ট্রেলার। নতুন মানব হিসেবে শাহিরকে বেশ পছন্দ হয়েছে দর্শকদের। ডিজিটাল প্ল‍্যাটফর্মে মুক্তি পাবে দ্বিতীয় সিজন।

X