ঐন্দ্রিলাকে নিয়ে এ কেমন বিস্ফোরক মন্তব্য করলেন অঙ্কুশ

বাংলা হান্ট ডেস্ক : অঙ্কুশের সাথে ঐন্দ্রিলার সম্পর্ক ভাঙনের পথে এমন নানান গুজব ছড়িয়েছে মূলত সোশ্যাল মিডিয়ায়। কিন্তু অঙ্কুশ জানালেন এইসব মিথ্যে গসিপ দিয়ে তার আর ঐন্দ্রিলার সম্পর্ক নষ্ট করা যাবেনা। এছাড়াও তিনি নিজের সম্পর্কে জানাতে গিয়ে আরো বলেন তার বাবা-কাকারা কোনও দিন সিনেমা জগতের ছিলেন না।তারা পরিবারে রোজ কাগজে ছবি বেরয়, এ রকম কেউ ছিলেন না। স্বভাবতই তার যখন অত বড় করে ছবি ছাপা হল খুব ভাল লেগেছিল পরিবারের। তার মা তো ওই পাতাটা আজও যত্ন করে রেখে দিয়েছেন।

তবে তিনি মনে করেন আজ অভিনেতা অঙ্কুশের দায়িত্ব অনেক বেড়েছে। নতুন যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছি তখন ছবির কাজ পেলেই করতাম। খুব ভাবনা-চিন্তার অবকাশ ছিল না।এখন তিনি যথেষ্ট বেছে ছবি করার পরিসর পান।

   

তবে সম্প্রতি তার আর পূজার সিনেমা বিবাহ অভিযানের বিয়েটা নিয়ে কথা উঠলে তিনি অকপটে জানান কোথাও তার বয়ানে অন্য মেয়ের নাম বসিয়ে গসিপ হয়।

049b0 screenshot 20190613 181448 অথচ আশ্চর্যের বিষয়, তিনি এ রকম কথা বলেননি। এই সব মিথ্যে ছেপে তার আর ঐন্দ্রিলার সম্পর্ক কোনোভাবেই নষ্ট করা যাবে না।

সম্পর্কিত খবর