আন্দোলন তুলে নেবার আবেদন শঙ্খ ঘোষের,প্রশাসনকে বললেন শক্ত হাতে মোকাবিলা করতে

বাংলা হান্ট ডেস্ক : প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব শঙ্খ ঘোষ বলছেন ‘চিকিৎসক সমাজ নিরুপায় ভাবে সাময়িক কর্মবিরতির ডাক দিয়েছেন। তাঁদের এই সিদ্ধান্ত নিতান্ত অগ্রাহ্য করার মতো নয়। কিন্তু তাঁদের একটু ভেবে দেখতে অনুরোধ করি যে, দুর্বৃত্তেরাই এই সমাজের সম্পূর্ণটা নয়। দূরদূরান্ত থেকে যে-সব অসহায় রোগীকে নিয়ে তাঁদের পরিজনেরা আপনাদের কাছে এসে দাঁড়াচ্ছেন, তাঁরা অনেকেই চিকিৎসকদের আজ পর্যন্ত ঈশ্বরতুল্য জ্ঞান করেন। তাঁরা যদি এ ভাবে প্রতিহত হন, আর এর ফলে হঠাৎ কোনও দুর্যোগ যদি ঘটে যায়, তবে সে তো আপনাদেরও নিশ্চয় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে।’’

তিনি আরোও বলেছেন চিকিৎসকের প্রতি আক্রমণ মানে গোটা সমাজের প্রতিই আক্রমণ যা নিঃসন্দেহে অসম্মানজনক এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে সমাজব্যবস্থা যে কত ভয়াবহতার দিকে এগোচ্ছে এই আশঙ্কা তিনি এই দিন প্রকাশ করেন।সামগ্রিক ভাবে রাজ্যে অনেকেই চিকিৎসকদের আন্দোলন তুলে নেওয়ার কথা বলছেন।

   

de60f af8f62a8ae8024c9b0da1615f4736a 1547901516294 দুই তরুণ চিকিৎসকের গুরুতর আহত অবস্থার ছবিটিও শঙ্খবাবুকে গভীর ভাবে নাড়া দিচ্ছে। তিনি সশরীরে উপস্থিত থাকতে পারছেননা শারীরিক অসুস্থতার কারণে ঠিকই তবে তিনি ডাক্তারদের বিনীত অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত খবর