বরফের মাঝে ঐন্দ্রিলাকে কোলে তুলে ফুল অন ‘swag’ অঙ্কুশের, চরম ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: আগামী বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ হাজরা (ankush hazra) ও ঐন্দ্রিলা সেন (oindrila sen)। টলিউডের এই মিষ্টি তারকা জুটি সবসময়ই সংবাদ শিরোনামে থাকেন। কিছুদিন আগেই নতুন সংসারের জন‍্য এক ঝাঁ চকচকে নতুন ফ্ল‍্যাট কিনেছিলেন অঙ্কুশ। আর এবারে ঐন্দ্রিলাকে নিয়ে সোজা চলে গিয়েছেন ভ‍্যাকেশনে (vacation)।

হিমাচল প্রদেশে (himachal pradesh) এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। প্রতি নিয়তই ভ‍্যাকেশন থেকে ছবি, ভিডিও শেয়ার করে অনুরাগীদের মাতিয়ে রাখছেন দুজনে। এবার ফের একটি ছবি ভাইরাল হয়েছে অঙ্কুশ ঐন্দ্রিলা জুটির। বরফে ঢাকা চতুর্দিক, তারই মাঝে ঐন্দ্রিলাকে কোলে তুলে নিলেন অভিনেতা।

IMG 20201228 131241
ছবিটি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করতেই ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। অঙ্কুশ ঐন্দ্রিলার ঘনিষ্ঠ বন্ধু গায়ক অনীক ধর মজা করে কমেন্ট করেছেন, ‘দেখিস আবার বরফে ঢুকে যাস না। আর আসার সময় আমার জন‍্য একটা খেলনা বন্দুক নিয়ে আসবি হলুদ হলুদ গুলি ওয়ালা’।

https://www.instagram.com/p/CJXgUAas09Y/?igshid=lflrkle6lh5i

https://www.instagram.com/p/CJV-0YusPQj/?igshid=1f1f70n6s61db

এছাড়া বরফের মধ‍্যে শুয়ে ‘কুল ভঙ্গি’তেও পোজ দিতে দেখা গিয়েছে অঙ্কুশকে। অপরদিকে হোটেলের ঘরে কালো হট পোশাকে অঙ্কুশের ক‍্যামেরাবন্দি হয়েছেন ঐন্দ্রিলা। এর আগে স্নো ফলের মধ‍্যে দাঁড়িয়েই একে অপরকে জাপটে ধরে ছবি তুলেছিলেন দুজনে। ছবিটি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করে ঐন্দ্রিলা লেখেন, ‘বরফের সৌন্দর্য্য উপভোগ করতে গেলে ঠান্ডার মধ‍্যে তো দাঁড়াতেই হবে।’

https://www.instagram.com/tv/CJVjNxQo-EE/?igshid=sfd7891gdcym

অনুরাগীদেরও বরফে ঢাকা হিমাচলের সৌন্দর্য্য থেকে বঞ্চিত করেননি অঙ্কুশ ঐন্দ্রিলা। ভিডিও, ইনস্টা স্টোরিতে তুলে ধরেছেন পাহাড়ের মোহময়ী রূপ। সবকটি ছবি, ভিডিওই ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/tv/CJVjRT7Akt4/?igshid=pas233uvw9jv

https://www.instagram.com/p/CJWUsoTlCZm/?igshid=1w8htums7o6fy

শোনা যাচ্ছে, তাড়াতাড়িই এবার নিজেদের প্রেমের সম্পর্কে সিলমোহর বসাতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তবে তাঁদের বিয়ে নিয়ে এখনো কোনো খবর প্রকাশ‍্যে না এলেও সম্প্রতি শোনা যায় এক দারুন সুখবর। নতুন গাড়ির পর এবার নতুন বাড়িও কিনে ফেলেছেন অঙ্কুশ।

https://www.instagram.com/p/CJX6AdGFb_J/?igshid=avdy0d8l4kp3

জানা গিয়েছে, মুকুন্দপুরের কাছে Utalika Complex এ নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন অঙ্কুশ। এখনো পুরোপুরি তৈরি হয়নি এই কমপ্লেক্স। ইতিমধ‍্যেই গিয়ে একদিন নতুন অ্যাপার্টমেন্টের কাজ দেখে এসেছেন অভিনেতা। কাজ সম্পূর্ণ হলেই সেখানে থাকা শুরু করবেন অভিনেতা।

শোনা যাচ্ছে, আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তার আগে জানুয়ারিতেই সম্ভবত নতুন বাড়িতে চলে যাবেন অঙ্কুশ। বিয়ের আগে ঐন্দ্রিলাকে এটাই উপহার অঙ্কুশের।

Niranjana Nag

সম্পর্কিত খবর