বাংলা হান্ট ডেস্ক : আবারও একবার সামাজিক মাধ্যমে বোমা ফাটালেন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। নাম না করেই ক্ষোভ উগরে দিলেন সহ প্রযোজকের উপর। পাশাপাশি ক্ষমাও চেয়ে নিলেন এইদিন। স্পষ্ট কথায় জানিয়ে দিলেন, “কারও স্বপ্ন নিয়ে সে যদি ছেলেখেলা করে আমি কড়া পদক্ষেপ করব”। এহেন অভিনেতা হঠাৎ এমন রেখেই বা গেলেন কেন আর ক্ষমাই বা চাইলেন কার কাছে?
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরই সামনে এসেছিল অঙ্কুশ হাজরার ড্রিম প্রোজেক্ট ‘মির্জার’ (Mirza) খবর। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ঈদেই মুক্তি পেত অঙ্কুশ প্রযোজিত প্রথম সিনেমা ‘মির্জা’। তবে তার মাঝেই বাঁধলো বড়সড় গন্ডোগোল। কারন সহ প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ের সঙ্গে সমস্যার জেরে মির্জার মুক্তি এখন বিশ বাঁও জলে। আর এবার বিষয়টি খোলাসা করলেন অঙ্কুশ।
গত বছরই নিজের প্রযোজনা সংস্থা খুলেছিলেন অঙ্কুশ। সংস্থার নাম দিয়েছিলেন অঙ্কুশ হাজরা মোশন পিকচার। সেইসময় ধুমধাম করে নিজের প্রথম ছবি ‘মির্জা’র ঘোষণাও করেছিলেন তিনি। তবে কয়েক মাস পার হতে না হতেই রক্তিমের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন অঙ্কুশ। উঠেছিল জালিয়াতির মত ঘৃণ্য অভিযোগ। জানা যায়, অঙ্কুশকে সরিয়ে একাই ছবিটি এগিয়ে নিয়ে যেতে চান তিনি। বিষয়টি গোচরে আসতেই রক্তিমের সংস্থা নেক্সজেন ভেঞ্চার থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেতা।
আরও পড়ুন : সুখবর, চলছে কর্মী নিয়োগ! ইন্টারভিউ পাশ করলেই কলকাতা পুরসভায় ২৬ হাজার টাকার চাকরি
তারপর থেকেই ‘মির্জা’র মুক্তি নিয়ে শুরু হয় ধোঁয়াশা। আদপেও মির্জা আসবে কিনা, যখন এ নিয়ে ভক্তদের মধ্যে চলছিল জল্পনা। তখন ফের একবার এ দিন অঙ্কুশের বোমা। অভিনেতার কথায়, “আমি কিছু কিছু মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি মনে করি তাদের চোখের জল পড়ার কারণ কিছুটা আমিও। আমি এবং আমার প্রযোজনা সংস্থা যে মানুষটির সঙ্গে যুক্ত হয়েছিল, সহ প্রযোজক হিসেবে তার ব্যাকগ্রাউন্ড তার মানসিকতা, তার উদ্দেশ্য সঠিকভাবে না জেনেই তাকে সেই জায়গা দিয়ে ফেলেছিলাম যার সে বিন্দুমাত্র যোগ্যতা রাখে না।”
আরও পড়ুন : পুজোর আগেই সুখবর, ফের ৩ শতাংশ বাড়ছে DA! সুবিধা পাবেন এই সরকারি কর্মীরা
অঙ্কুশের আরও, “আজ সেই কারণে অনেক নতুন ছেলেমেয়েরা তাকে বিশ্বাস করে নিজের চোখের জল ফেলছে। আমি নিজে ছোট্ট একটি জায়গা থেকে বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম নায়ক হব বলে। পরিবারের যেখানে কেউই এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত না। সফর বেশ কঠিন ছিল। তাই এই স্বপ্নের দাম আমি বুঝি। আর সেই স্বপ্ন নিয়ে খেলা করার অধিকার কারোর নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি এরপর আর কারোর স্বপ্ন নিয়ে যদি সে ছেলেখেলা করে আমি কড়া পদক্ষেপ নেব, তার বিরুদ্ধে।”