মিমির পর অঙ্কুশ, অবৈধ বেটিং অ্যাপ কাণ্ডে ৯ ঘণ্টা জেরা, কী কী প্রশ্ন করা হয়েছে অঙ্কুশকে?

Published on:

Published on:

Ankush Hazra faces ED questioning in betting app case

বাংলা হান্ট ডেস্কঃ অবৈধ বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে একের পর এক তারকার নাম উঠে আসছে। তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক অভিনেতা-অভিনেত্রী ও প্রাক্তন ক্রিকেটারকে নোটিস পাঠিয়েছে ইডি। সোমবার অভিনেত্রী মিমি চক্রবর্তীর পর এবার জেরার মুখে পড়লেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ইডি দপ্তরে হাজিরা দেন অঙ্কুশ, বের হন রাত ৮টা নাগাদ।

সূত্রের খবর, অঙ্কুশকে (Ankush Hazra) এদিন ইডি দপ্তরে নিয়ে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীরা জানতে চান, ওই অ্যাপের প্রচারের জন্য তাঁর সঙ্গে কী ধরনের চুক্তি হয়েছিল, অর্থ কীভাবে এসেছিল, নগদ লেনদেন হয়েছিল কি না কিংবা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য কোথাও টাকা স্থানান্তরিত হয়েছিল কি না। পাশাপাশি তাঁর সঙ্গে অ্যাপ কর্তৃপক্ষের যোগাযোগ কীভাবে হয়েছিল, সেটিও খুঁটিয়ে জানতে চান কর্মকর্তারা।

অঙ্কুশ (Ankush Hazra) ছাড়াও আর কারা জড়িত এই মামলায়?

অঙ্কুশ (Ankush Hazra) ছাড়াও এই একই মামলায় একাধিক নামীদামি অভিনেতা-অভিনেত্রী ও প্রাক্তন ক্রিকেটারের নাম জড়িয়েছে। রবিন উথাপ্পা, যুবরাজ সিং, সোনু সুদ, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মিমি চক্রবর্তী, ঊর্বশী রৌতেলা, লক্ষ্মী মাঞ্চু, রানা দাগ্গুবাতি, প্রকাশ রাজ এবং বিজয় দেবরাকোণ্ডাকে ইতিমধ্যেই তলব করেছে ইডি। কেউ হাজিরা দিয়েছেন, কেউ আবার এখনও সাড়া দেননি বলে খবর। অভিযোগ, বেটিং অ্যাপগুলির প্রচারে তাঁদের চেহারা ও উপস্থিতি ব্যবহার করে কোটি কোটি টাকা বিনিয়োগকারীকে প্রতারিত করা হয়েছে।

শুধু তারকাই নয়, অ্যাপের বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে প্রযুক্তি সংস্থাগুলির ভূমিকাও খতিয়ে দেখছে ইডি। গুগল ও মেটার প্রতিনিধিদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, 1xBet সহ একাধিক প্ল্যাটফর্ম বহুবার নিষিদ্ধ হলেও নাম বদলে বারবার বাজারে ফিরেছে। এইসব অবৈধ অ্যাপের বিশ্বাসযোগ্যতা বাড়াতে তারকাদের প্রচারকে হাতিয়ার করা হয়েছিল।

Ankush Hazra faces ED questioning in betting app case

আরও পড়ুনঃ ‘কেশ স্পর্শের ক্ষমতা কারও নেই’, ভারতীয় মুসলিমদের ভরসা দিলেন শমীক ভট্টাচার্য

একাধিক তারকা ও প্রাক্তন ক্রিকেটারের নাম জড়ানোয় চাঞ্চল্য বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তদন্তের নথি বলছে, আর্থিক লেনদেনে ফেমা ও পিএমএলএ আইন লঙ্ঘনের সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে, বেটিং অ্যাপ মামলার তদন্ত যে আরও গভীর হচ্ছে এবং তদন্তের স্বার্থে প্রথমে মিমি এবং তারপর অঙ্কুশ (Ankush Hazra) সহ একে একে অন্যান্য তারকাদেরও মুখোমুখি হচ্ছে ইডি।