‘আমি দিদির মনের কথা জানি’, বিয়ে নিয়ে অঙ্কুশকে কি বলেন মুখ্যমন্ত্রী? জানালেন অভিনেতা

Published on:

Published on:

Ankush Hazra on Mamata Banerjee Question About Marriage
Follow

বাংলা হান্ট ডেস্কঃ টলিপাড়ার জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনকে নিয়ে বরাবরই কৌতূহল তুঙ্গে। নতুন ছবির ট্রেলার থেকে শুরু করে তাঁদের ব্যক্তিগত জীবন, সব কিছুই নজরে রাখেন অনুরাগীরা। সম্প্রতি সেই কৌতূহলের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এক মজার মন্তব্য করে ফের আলোচনায় এলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন মনের কথা জানাতে চান অঙ্কুশ (Ankush Hazra)?

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন অভিনীত নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর ট্রেলার। সেখানে দেখা যায়, অঙ্কুশ অভিনীত চরিত্রটি সব মেয়েদের মনের কথা শুনতে পারে। সেই সূত্র ধরেই ট্রেলারের একেবারে শেষে নায়ককে বলতে শোনা যায়, তিনি নবান্নে যেতে চান এবং সেখানে গিয়ে দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের কথা জানতে চান। এই প্রসঙ্গেই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। অভিনেতা জানান, দিদির মনের কথা তিনি নাকি আগেই জানেন। অঙ্কুশের বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলেই দিদি একটাই প্রশ্ন করেন তিনি এবং তাঁর প্রেমিকা ঐন্দ্রিলা সেন কবে বিয়ে করবেন? এটাই নাকি দিদির মনের আসল কথা।

প্রসঙ্গত, টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন বহু বছর ধরেই সম্পর্কে রয়েছেন। তাই তাঁদের অনুরাগীদের মধ্যেও ঘুরেফিরে আসে একটাই প্রশ্ন কবে বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা? সেই একই প্রশ্ন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনেও রয়েছে, তা এবার প্রকাশ্যে জানালেন অঙ্কুশ নিজেই।তবে এখানেই শেষ নয়। অঙ্কুশ (Ankush Hazra) জানিয়েছেন, তাঁদের বিয়ে নিয়ে নাকি দিদির একটি বিশেষ শর্তও রয়েছে। অভিনেতা জানান, মুখ্যমন্ত্রী বলেছেন যদি তিনি বিয়ের নিমন্ত্রণ না পান, তাহলে নাকি সেই বিয়ে হতে দেবেন না। অঙ্কুশ আরও বলেন, প্রতিবার দেখা হলেই দিদি এই কথাটাই মজা করে বলে থাকেন।

উল্লেখ্য, ঐন্দ্রিলা সেন ছোট পর্দা দিয়ে অভিনয় জীবন শুরু করলেও অঙ্কুশ হাজরা (Ankush Hazra) বরাবরই বড় পর্দার পরিচিত মুখ। একসঙ্গে জুটি বেঁধে তাঁরা একাধিক ছবিতে কাজ করেছেন। এবারও তাঁদের নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

Ankush Hazra on Mamata Banerjee Question About Marriage

আরও পড়ুনঃ ‘শ্রীচৈতন্য’ হয়ে কুড়িয়েছেন প্রশংসা, তবুও নিজের ব্যর্থতায় হতাশ দিব্যজ্যোতি

সম্প্রতি ছবি মুক্তির আগেই আলোচনায় উঠে আসে এই জুটি। পূর্ব ভারতের সবচেয়ে বড় বিজ্ঞাপনের স্ক্রিনে ছবির টিজার দেখানো হতেই আনন্দে মাঝ রাস্তায় অঙ্কুশের গালে একের পর এক চুমু এঁকে দেন ঐন্দ্রিলা। সেই মুহূর্তও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সব মিলিয়ে, ট্রেলার থেকে বাস্তব জীবন, সব দিক দিয়েই এখন চর্চার কেন্দ্রে অঙ্কুশ (Ankush Hazra) ও ঐন্দ্রিলা। তাঁদের নতুন ছবি ৯ জানুয়ারি মুক্তি পেতে চলেছে বড় পর্দায়।