৪ হাজার থেকে সোজা ২১ হাজার! অস্বাভাবিক বিদ‍্যুতের বিল দেখে মাথায় হাত অঙ্কুশের

বাংলাহান্ট ডেস্ক: সিইএসসির (CESC) অতিরিক্ত বিদ‍্যুৎ বিলের ঠেলায় নাজেহাল অবস্থা কলকাতাবাসীর। তারকারাও বাদ যাননি এই অস্বাভাবিক বিদ‍্যুতের বিলের (electric bill) ঝঞ্ঝাট থেকে। টলিউডের একাধিক অভিনেতা, পরিচালক অভিযোগ করেছেন সিইএসসির আচমকা এমন অস্বাভাবিক বিদ‍্যুৎ বিলের জন‍্য। এবার নিজের ক্ষোভ উগরে দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা (ankush hazra)।
৪০০০ থেকে সোজা লাফ মেরে ২০ হাজারের ঘরে পৌঁছে গিয়েছে অভিনেতার বিদ‍্যুৎ বিল। এ মাসে অঙ্কুশের বিদ‍্যুতের বিল এসেছে ২১১৪০ টাকা! সেই বিলের একটি ছবি তুলে সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে সিইএসসিকে একহাত নিয়েছেন অঙ্কুশ।

ankush new
তিনি লিখেছেন, ‘৪০০০ থেকে ২১০০০?? বিশ্বাস করুন এই মহামারির সময়ে আমি বাড়িতে কোনও ডিস্কো লাইট বা তেমন কোনও ইলেকট্রনিক জিনিস লাগাইনি। দয়া করে আমাদের সঙ্গে এমন করবেন না।’

https://www.instagram.com/p/CCu_zcUBj_2/?igshid=1rjhi7ylzhj7i

এর আগে অভিনেতা বিক্রম চ‍্যাটার্জি ও পরিচালক কৌশিক গাঙ্গুলীও সিইএসসির এমন মাত্রাতিরিক্ত বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিক্রম লেখেন, ‘আমি গরমকালে প্রতি মাসে ২ থেকে আড়াই হাজার টাকা বিদ‍্যুতের বিল দিই। এই মাসে তা এসেছে ১২ হাজার টাকা। এর পেছনে কারনটা কি বলবেন?’
উপভোক্তা বিষয়ক দফতরকেও টুইটে ট‍্যাগ করেছেন বিক্রম।

পরিচালক কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, তাঁদের তিনজনের সংসারে এমন অনিশ্চিত সময়ে সকলেই খুব খরচ সামলে চলেছেন। দুপুরে খুব গরম হলে একটি ও রাতে দুটি এসি চলে। একসঙ্গে তিনটি এসি কখনওই চালান না তাঁরা। এবারে তাঁদের বিল এসেছে ১৯৯৯০। এর আগে ১৬ হাজার বিল এসেছিল বলে জানান কৌশিক গাঙ্গুলী।

অপরদিকে মুম্বইয়ের অবস্থাও একই রকম। আদানির অস্বাভাবিক বিদ‍্যুৎ বিলের বিরুদ্ধে সরব হয়েছেন আরশাদ ওয়ারসি, তাপসী পন্নু, নেহা ধুপিয়া সহ আরও অনেকেই। তাপসির ফাঁকা অ্যাপার্টমেন্টে বিদ‍্যুতের বিল এসেছে ৩৬ হাজার টাকা।


Niranjana Nag

সম্পর্কিত খবর