বাস্তব জীবনে নেই ‘সাত‍্যকি’, বাবার খুঁজে দেওয়া ছেলের সঙ্গেই প্রেম করবেন ‘ঊর্মি’ অন্বেষা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে বাংলা সিরিয়ালগুলির মধ‍্যে দ্রুত জনপ্রিয়তার তালিকায় উঠে আসছে ‘এই পথ যদি না শেষ হয়’ (ei poth jodi na sesh hoy)। ঊর্মি-সাত‍্যকির দুষ্টু মিষ্টি প্রেম কাহিনি অচিরেই দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। হ‍্যাঁ, এখনো টিআরপি তালিকায় স্থান করতে পারেনি ঠিকই তবে সুন্দর গল্প এবং প্রতিটি চরিত্রের সাবলীল অভিনয়ের জন‍্য বহু সিরিয়ালের মাঝেও নামটি বেশ পরিচিত হয়ে উঠেছে।

সিরিয়ালের নায়িকা অর্থাৎ ঊর্মির (urmi) চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা (annwesha hazra)। অত‍্যন্ত ধনী পরিবারের মেয়ে হয়ে মধ‍্যবিত্ত যৌথ পরিবারের ছেলে সাত‍্যকির সঙ্গে বিয়ে হয়েছে তাঁর। কিন্তু গল্পের ঊর্মির মন একেবারে শিশুদের মতো সরল। এত ধনী পরিবারের মেয়ে হয়েও তার মনে এতটুকু অহঙ্কার নয়। খুব সহজেই সকলকে আপন করে নিতে পারে সে।


ঊর্মির অনেক গুণ রয়েছে অন্বেষার মধ‍্যেও। দুজনেই একই রকম সরল, প্রাণোচ্ছ্বল। কিন্তু ঊর্মির বিষয়ে ধীরে ধীরে দর্শকেরা অনেক কিছুই জানতে পারলেও অধরাই ছিলেন অভিনেত্রী অন্বেষা। কিন্তু অনুরাগীদের থেকে আর দূরে থাকতে পারলেন না তিনি। একসঙ্গে বেশ কিছু গোপন তথ‍্যই ফাঁস করে দিলেন তিনি, তাও আবার একটি মাত্র ভিডিওতে।

বাঙালি মাত্রেই চায়ের কাপে তুফান। কিন্তু অন্বেষার।পছন্দ কিছুটা আলাদা। আসলে উচ্চমাধ‍্যমিক দেওয়া সময় তিনি নাকি শুনেছিলেন অনেকক্ষণ পড়াশোনার পর এক কাপ কফি খেলে তাহলে পড়াটা অনেকক্ষণ মনে থাকে। তখন থেকে তাঁর কফি প্রেম। প্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’, পাহাড় সমুদ্রের মধ‍্যে প্রিয় সমুদ্র কারণ সমুদ্রের পাড়ে দাঁড়ালে যেন হারিয়ে যাওয়া হয়। এমনি টুকিটাকি তথ‍্য দিলেন অন্বেষা।

সিরিয়ালে ধীরে ধীরে সাত‍্যকির প্রেমে পড়ছে ঊর্মি। বাস্তবেও অন্বেষার জীবনে আছেন নাকি এমন কেউ? অভিনেত্রী জানালেন, তাঁরা দ্বারা খুঁজে খুঁজে প্রেম আর হবে না। আবার একা থাকতেও পারেন না তিনি। তাই বাড়ি থেকে বিয়ে দিয়ে দিলে বিয়ে তিনি করবেন ঠিকই। তবে বাবাকে বলবেন সেই পাত্রের সঙ্গে কিছুদিন প্রেম করে নেবেন আগে।

https://www.instagram.com/tv/CShWcbVBQkJ/?utm_medium=copy_link

প্রসঙ্গত, যোগমায়া দেবী কলেজ থেকে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন অন্বেষা। টেলিভিশনে তিনি পরিচিত মুখ। ‘কাজললতা’, ‘বৃদ্ধাশ্রম’, ‘চুনি পান্না’র মতো সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। এছাড়াও ‘ঠাকুমার ঝুলি’ ও ‘জয় কালী কলকাত্তাওয়ালি’তেও একটি করে গল্পে কাজ করেছিলেন অন্বেষা।

X