ফের রাজপাটে বদল বাংলাদেশে? ভোটের আগেই বড় সিদ্ধান্ত ইউনূস সরকারের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : চলতি বছরে রাজপাটে একের পর এক বদল দেখেছে বাংলাদেশ (Bangladesh)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলন নিমেষে বিশ্বমঞ্চে চর্চার কেন্দ্রে টেনে এনেছিল বাংলাদেশকে। হাসিনার গদি উলটাতেই জনমতের উপরে ভর করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে আসেন মহম্মদ ইউনূস। তারপর থেকে একের পর এক ঘটনাক্রম লেগেই রয়েছে ওপার বাংলায়।

ফের বড় বদল আসছে বাংলাদেশে (Bangladesh)?

হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশে টেকা দুষ্কর হয়ে ওঠে আওয়ামী লীগের নেতা, সমর্থকদের জন্য। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের চিহ্নটুকুও কার্যত মিটিয়ে দিতে তৎপর হয়েছে বাংলাদেশের (Bangladesh) তদারকি সরকার। এবার দেশে রাষ্ট্রপতি বদল নিয়ে জোরালো হয়েছে জল্পনা। বিদেশে বাংলাদেশি দূতাবাস গুলি থেকে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের ছবি সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

Another big change to come in Bangladesh

রাষ্ট্রপতি বদলের গুঞ্জন: বাংলাদেশের (Bangladesh) সরকারি সূত্রে খবর, বিদেশ মন্ত্রক মৌখিক নির্দেশে বাংলাদেশের ৮০ টি বিদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরাতে বলেছে। তবে কি এবার রাষ্ট্রপতি বদল হচ্ছে বাংলাদেশে (Bangladesh)? ও দেশের সংবিধান বলছে, রাষ্ট্রপতির পদের মেয়াদ শেষের আগে তাঁকে সরানো কঠিন। যদি না তিনি নিজে সরে যেতে চান।

আরও পড়ুন : কলকাতা থেকে ঢিলছোঁড়া দূরত্বেই ইলিশের স্বর্গরাজ্য, টাটকা চওড়া পেটির মাছ কিনতে ভিড় করছেন ক্রেতারা

কবে শেষ হচ্ছে মেয়াদ: রাষ্ট্রপতি যদি গুরুতর অসুস্থ হয়ে না পড়েন কিংবা বড় কোনও অপরাধের সঙ্গে জড়িত না হন, তবে মেয়াদের আগে তাঁকে সরানো যায় না। যদিও এর আগে রাজনৈতিক কারণে অনেক রাষ্ট্রপতিরই মেয়াদ পূর্তির আগে সরে যাওয়ার নজির রয়েছে। মহম্মদ সাহাবুদ্দিনের (Mohammed Shahabuddin) সঙ্গেও ঘটতে চলেছে তেমনই কিছু?উল্লেখ্য, পদত্যাগের আগে কোনও রাষ্ট্রপতির ছবি এর আগে সরাতে দেখা যায়নি। আগামী ২০২৮ এর অক্টোবরে শেষ হচ্ছে তাঁর পদের মেয়াদ। একাংশের মতে, সম্ভবত রাষ্ট্রপতির ছবি বদল হতে পারে, তাই সরানোর জন্য মৌখিক ভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন : তিনটি মেট্রো রুটের উদ্বোধনে বঙ্গে প্রধানমন্ত্রী, আমন্ত্রণ সত্ত্বেও উপস্থিত থাকছেন না মমতা!

আওয়ামী লীগের শাসনকাল থেকেই রাষ্ট্রপতি পদে রয়েছে মহম্মদ সাহাবুদ্দিন। হাসিনা বিদায়ের পর তাঁকেও পদ থেকে সরানোর জন্য বারংবার সরব হতে দেখা গিয়েছে জাতীয় নাগরিক পার্টিকে। সেই দাবিতেই কি এবার সাড়া দিতে চলেছে সরকার? উত্তর এখনও অস্পষ্ট।