গিয়েছিলেন বাইক চুরির অভিযোগ জানাতে! যেই বাইকে করে যান, সেটিও থানা থেকে হয়ে যায় উধাও

বাংলা হান্ট ডেস্ক: অবাক কান্ড! বাইক চুরির অভিযোগ জানাতে গিয়েই ফের বাইক চুরির সম্মুখীন হলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, বাইক চুরির অভিযোগে জানাতে থানায় এসেছিলেন ওই ব্যক্তি। কিন্তু, সেখানে এসেই ফের অন্য একটি বাইক চুরি হয়ে যায় তাঁর। গত বুধবার দুপুর বারোটা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের পিপরা থানায়।

মূলত, বিহারের পিপরা থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন ওই থানারই অন্তর্গত দিনাপট্টি পঞ্চায়েতের সাখুয়ার বাসিন্দা দিনেশ কুমার চৌধুরী। সূত্রের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল রাতে তাঁর মেয়ের বিয়ে হয়। কিন্তু, বিয়ের অনুষ্ঠানের মাঝেই তাঁর স্প্লেন্ডার বাইকটি চুরি হয়ে যায়।

এমতাবস্থায় তিনি পিপরা থানায় বিষয়টি জানান। এছাড়াও, গত বুধবার তিনি তাঁর ভাগ্নেকে নিয়ে চুরি যাওয়া মোটর সাইকেলের কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে আসেন পিপরা থানায়। থানার নবনির্মিত ভবন প্রাঙ্গণে, তিনি তাঁর ভাগ্নে যশবন্তের মাহিন্দ্রা কোম্পানির সেঞ্চুরো NXT (নম্বর BR 19J 0307) বাইকটি দাঁড় করিয়ে থানার ভেতরে প্রবেশ করেন।

কিন্তু, বাইরে এসে তিনি দেখতে পান যে, সেই মোটর সাইকেলটি থানা চত্বরে আর নেই। এমতাবস্থায়, তিনি আশেপাশের চৌকিদার এবং পুলিশ কর্মীদেরও এই প্রসঙ্গে জিজ্ঞেস করেন। যদিও, তাঁরা কেউই এই বিষয়ে কোনোরকম আলোকপাত করতে পারেন নি। বরং জানা যায় যে, চলতি সপ্তাহেই পিপরা থানাকে পুরাতন ভবন থেকে সরিয়ে NH-106-এর পাশে অবস্থিত নতুন ভবনে স্থানান্তরিত করা হয়েছে।

যে কারণে, পুরাতন থানা চত্বরে থাকা সিসিটিভিটিও এখনো নতুন চত্বরে স্থানান্তরিত হয়নি। সম্ভবত, এই সুযোগকেই কাজে লাগিয়েছে চোরেরা। এই প্রসঙ্গে পিপরার ইনচার্জ চাল্মীকি যাদব জানান, বিষয়টি সম্পর্কে তথ্য পাওয়া গেছে। পাশাপাশি, তদন্তও শুরু করা হচ্ছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর