রাজ্যে খুন আরও এক বিজেপির কর্মী, অভিযোগের তির তৃণমূলের দিকে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিজেপির (Bharatiya Janata Party) কর্মীদের উপর হামলা লাগাতার বেড়েই চলেছে। সম্প্রতি ঘটনা দুর্গাপুর বিধানসভা এলাকার। সেখানে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম ওরুপ শো। পুরুলিয়ার বাসিন্দা স্বরুপ বিজেপির সক্রিয় কর্মী হিসেবে কাজ করত।

বঙ্গ বিজেপির ট্যুইটার হ্যান্ডেলে স্বরুপ শোর হত্যার জন্য তৃণমূলের (All India Trinamool Congress) গুণ্ডাদের উপর অভিযোগ উঠেছে। ট্যুইটে লেখা হয়েছে যে, ‘এবার ওঁরা দুর্গাপুরের বিজেপি কর্মী স্বরুপ শো’কে অপহরণ করে তাকে হত্যা করা হয়েছে। মা মাটি মানুষ সরকারের নামে আরও একটি রাজনৈতিক হত্যা বাংলায়। এবার সময় হয়ে এসেছে এই জঙ্গলরাজ শেষ করার। এই হত্যাকারী সরকারকে মূল থেকে উপড়ে ফেলার সময় হয়ে এসেছে। ”

রাজ্যের বিজেপি নেতা অরবিন্দ মেনন ট্যুইট করে লেখেন, ‘মমতার ইশারায় আরও এক বিজেপি কর্মীকে নিশানা করা হয়েছে, দুর্গাপুরের পূর্ব বিধানসভার বাসিন্দা শ্রী স্বরুপ শো’কে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাঁর হত্যা করা হয়েছে। বাংলায় তৃণমূলের রাজনৈতিক সন্ত্রাসবাদের পতন এবার নিশ্চিত।”

সম্পর্কিত খবর

X