বাংলা হান্ট ডেস্কঃ জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র শারজিল ইমামের অসমকে ভারত থেকে আলাদা করে দেওয়ার বিতর্কিত বয়ানের পর এবার আরও একটি বিতর্কিত বয়ানের ভিডিও সামনে এলো। ওই ভিডিওতে এক যুবতীকে নাগরিকতা সংশোধন আইন আর রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীর বিরুদ্ধে বিক্ষোভ করছে দেখা যাচ্ছে। আর সেই ভিডিওতে সংসদে হামলার মূল দোষী আফজল গুরুকে (Afzal Guru) নির্দোষ বলে দেশের সর্বোচ্চ আদালতের উপর প্রশ্ন চিহ্ন তুলে দেয় ওই যুবতী।
বিক্ষোভকারীর ওই ভিডিও বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্রা ট্যুইটারে শেয়ার করেছেন। ওই ভিডিও দিল্লীর শাহিন বাগ এলাকার বলে জানা যাচ্ছে। যদিও শাহিনবাগের বিক্ষোভকারীরা এর আহে শারজিল ইমামের ভিডিও থেকে নিজেদের দূরে রেখে বলেছে যে, ইমাম এরকম বয়ান শাহিনবাগে দেয়নি।
अब उस नापाक शरजील इमाम के बाद जरा इस मोहतरमा को भी सुन लीजिए-
“हमें किसी पे भरोसा नहीं है”
“इस Supreme Court पर भी विश्वास नहीं”
अफ़ज़ल गुरु निर्दोष था
रामजन्मभूमि पर मस्जिद बनना था …दोस्तों इतने ज़हर की खेती(वो भी mass manufacturing) इन कुछ ही दिनो में तो नहीं हुआ होगा?? pic.twitter.com/S6IWU22gKo
— Sambit Patra (@sambitswaraj) January 26, 2020
ভিডিও ট্যুইট করে সম্বিত পাত্রা লেখেন, ‘ষড়যন্ত্রকারী শারজিল ইমামের পর এবার এই মহিলারও বয়ান শুনে নিন। ‘আমরা কারও উপর ভরসা করিনা। সুপ্রিম কোর্টের উপরেও না। আফজল গুরু নির্দোষ ছিল। রামজন্মভূমিতে মসজিদ হত।” এত বিষ মাত্র এই কয়কেদিনেই হয়নি।”