বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবারের ভূমিকম্পের (Earthquake) আতঙ্কের ছায়া এখনো মন থেকে সরেনি। এর মাঝেই ফের কাঁপল তিব্বতের মাটি। মঙ্গলবার ৭.১ মাত্রার ভূমিকম্পের পর বুধবার ভোরেও আফটারশকে কেঁপে উঠল তিব্বত। এদিনের এই ভূমিকম্পের (Earthquake) মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১। মঙ্গলবারের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বুধবারের কাঁপুনিতে এখনো পর্যন্ত হতাহতের খবর মেলেনি।
বুধবার ফের ভূমিকম্পে (Earthquake) কাঁপল তিব্বত
মঙ্গলবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তিব্বত। এ যাবৎ সবথেকে ভয়ঙ্কর ভূমিকম্পের সম্মুখীন হল এলাকার মানুষ। তিব্বতের সবথেকে পবিত্র শহরগুলির মধ্যে একটির কাছে এদিন ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের (Earthquake) তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.১। রিপোর্ট অনুযায়ী, এদিনের ভূমিকম্পে এখনো পর্যন্ত ১২৬ জনের মৃত্যু হয়েছে। ৩৬০৯ টি বাড়ি কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। প্রায় ৪০৭ জন আটক মানুষকে উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে এখনো পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।
রাতে তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নীচে: এদিকে প্রবল ভূমিকম্পের (Earthquake) ধাক্কায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছে সমস্ত বাড়ি। কিন্তু প্রকৃতির পরপর আঘাতে জর্জরিত এলাকার মানুষ। মাথার উপরে ছাদ নেই। এদিকে রাতে তাপমাত্রা নেমে গিয়েছে -১৭ ডিগ্রি সেলসিয়াসে। এমতাবস্থায় স্থানীয়দের পাশে দাঁড়াতে অস্বাভাবিক দ্রুততায় কাজ করছেন উদ্ধারকর্মীরা। স্থানান্তরিত বাসিন্দাদের জন্য তাঁবু স্থাপন করা হচ্ছে।
আরো পড়ুন : ‘রোশনাই’ অতীত, নায়িকার চরিত্র নিয়ে নতুন সিরিয়ালে কামব্যাক অনুষ্কার, বিপরীতে এই অভিনেতা!
সারারাত ধরে হয়েছে আফটারশক: সরকারি সংবাদ মাধ্যমকে স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার ভোরের আগেই ভূমিকম্পের (Earthquake) প্রথম ধাক্কা আসে। দ্বিতীয় ধাক্কা আরো শক্তিশালী ছিল বলে জানান তসোগোর মেটোগ গ্রামের এক বাসিন্দা। আরেকজন জানান, প্রচণ্ড শীতের রাত কোথায় কাটাবেন তা নিয়েই চিন্তায় রয়েছেন তারা। গ্রামে কিছু তাঁবু রয়েছে এবং পথেও কিছু তাঁবু রয়েছে বলে জানান তারা। উউল্লেখ্য, মঙ্গলবারের ভূমিকম্পের (Earthquake) পর রাত ১২ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত এলাকায় আফটারশক অনুভূত হয়।
আরো পড়ুন : ‘দেবীয়ানদের ক্ষমতা দেখলে বি…’, নেটপাড়ায় ‘দাদাগিরি’ দেব ভক্তদের, রুদ্রনীল লিখলেন…
আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দফতরের তরফে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯ টা ৫ মিনিটে তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের জিগাজে ডিংরি কাউন্টিতে আঘাত হানে ৭.১ মাত্রার ভূমিকম্প (Earthquake)। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তরফে এলাকায় উদ্ধারকাজ এবং ত্রাণের জন্য সমস্ত প্রচেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিকম্পের (Earthquake) পর চিনা প্রশাসন একটি স্তর দুই জরুরি পরিষেবার প্রতিক্রিয়া শুরু করে এবং ত্রাণ প্রচেষ্টায় সহায়তার জন্য একটি দলকে ঘটনাস্থলে পাঠায় বলে খবর।