এক লাফে ৫ বছর এগোবে গল্প, জি বাংলার থেকে স্লট কাড়তে ত্রিকোণ প্রেম আনছে জলসার এই মেগা!

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : দৈনন্দিন বিনোদনের সর্বোৎকৃষ্ট মাধ্যম নিঃসন্দেহে টেলিভিশন। প্রায় সর্বক্ষণই বিভিন্ন চ্যানেলে কোনো না কোনো সিরিয়ালের (Serial) টেলিকাস্ট বা রিপিট টেলিকাস্ট চলছে। এই সব সিরিয়াল গুলি হয়ে ওঠে দর্শকদের আলোচনার বিষয়বস্তু। নায়ক নায়িকারা হয়ে ওঠেন ঘরের মানুষ। বিভিন্ন সিরিয়ালে (Serial) কী চলছে বা আগামীতে কী দেখাবে তা নিয়েও চলে জল্পনা।

বিভিন্ন সিরিয়াল (Serial) নিয়ে অব্যাহত আলোচনা

অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি দর্শকরাও টিআরপি নিয়ে থাকেন চিন্তিত। কোন সিরিয়াল (Serial) এগোলো, কোনটা পেছোলো তা জানার জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। বিভিন্ন ধারাবাহিকের ফ্যানপেজগুলিতে আলোচনা চলতে থাকে আগামীতে কী ঘটতে পারে সিরিয়ালের (Serial) গল্পে, তা নিয়ে।

Another leap may come in this star jalsha serial

চর্চার কেন্দ্রে জলসার সিরিয়াল: এই মুহূর্তে স্টার জলসার একটি সিরিয়াল (Serial) নিয়ে বেশ আলোচনা চলছে দর্শক মহলে। সেটি হল ‘গৃহপ্রবেশ। সম্প্রতি বড়সড় মোড় এসেছে এই ধারাবাহিকে (Serial)। নতুন ট্র্যাকে দেখানো হয়েছে, আদৃতের মৃত্যু হয়েছে। তার কফিনবন্দি দেহ ফিরিয়ে আনা হয়েছে বাড়িতে। কান্নায় ভেঙে পড়েছে সেবন্তী, শুভলক্ষ্মী। ছেলের শেষ ইচ্ছা মনে রেখে শুভলক্ষ্মীকে বুকে জড়িয়ে ধরে সেবন্তী।

আরো পড়ুন : টেনেটুনে ১ মাস, বিতর্ক মাত্রা ছাড়াতেই নায়ক বদলের দাবি, জি এর মেগা বয়কটের ডাক দর্শকদের!

কী চলছে গল্পে: রাতারাতি গল্প (Serial) এগিয়ে গিয়ে দেখা যায় সন্তানের মা হয়েছে শুভলক্ষ্মী। কিন্তু আদৌ মৃত্যু হয়নি আদৃতের। ডাক্তার মোহনা সেনের চিকিৎসাতেই সুস্থ হয়ে উঠছে আদৃত। তবে তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, এবার এক ধাক্কায় ৫ বছর এগিয়ে যাবে গল্প (Serial)। আর আদৃত শুভলক্ষ্মী এবং মোহনাকে নিয়ে তৈরি হবে ত্রিকোণ প্রেম কাহিনি।

আরো পড়ুন : “পাপের ঘড়া পূর্ণ”, দেবচন্দ্রিমার পর এবার প্রিয়াঙ্কা, “টক্সিক বক্স” সায়ন্তকে নিয়ে বিষ্ফোরক আরেক প্রাক্তন

প্রসঙ্গত, শুরু হওয়ার পর থেকেই টিআরপি তুললেও স্লট লিডার হতে পারেনি গৃহপ্রবেশ। বিপক্ষে কোন গোপনে মন ভেসেছের (Serial) কাছে লাগাতার হার স্বীকার করতে হয়েছে তাকে। তবে দর্শকরা মনে করছেন, নতুন যে ট্র্যাক শুরু হয়েছে তাতে টিআরপি বাড়তে পারে আরো। এমনকি গৃহপ্রবেশ এর স্লট দখল করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X