ফের দুর্ঘটনার সম্মুখীন হল পরিযায়ী শ্রমিক, ধূপগুড়িতে বাস উল্টে আহত হলেন ২০ জন

বাংলাহান্ট ডেস্কঃ পরিযায়ী শ্রমিকদের (Migrant workers) জীবন ক্রমাগত সংশয়ের মধ্যে রয়েছে। জলপাইগুড়ির ধুপগুড়ি (Dhupguri) কাছাকাছি উল্টে গেল পরিযায়ী শ্রমিক ভর্তি বাস। রবিবার ভোররাতে ধূপগুড়ির কলেজ সংলগ্ন খোলাই গ্রাম চৌপথি এলাকায় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি। আহত হন প্রায় ২০ জন।

piloce

লকডাউনের জেরে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা
বিহারের শাহুডাঙি এলাকায় ইটভাটায় কাজ করতেন কোচবিহাররে বেশ কিছু শ্রমিক। তারা পরিবারের লোকজন নিয়ে সেখানেই থাকতেন। কিন্তু লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়ায় তারা বাড়ি ফেরার উদ্যেশ্যে বাসে উঠেছিলেন। বিহার থেকে কোচবিহারের তুফানগঞ্জে ফিরছিলেন তারা।

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ফলে উল্টে যায় বাস
প্রত্যক্ষদর্শীদের মতে জলপাইগুড়িতে খোলাই গ্রাম চৌপথি এলাকায় ঢুকে বাসটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে নয়নজুলিতে পড়ে যায়। বাসে থাকা প্রায় ৩৫ জন যাত্রির মধ্যে ৩ শিশু এবং ৪ মহিলা সহ প্রায় ২০ জন আহত হন। আহতদের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে।

বাস চালক মদ্যপান করেছিলেন, অভিযোগ
বাসের চালক মদ্যপ অবস্থায় ছিল এবং দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলে তাঁদের ফেলে রেখেই পালিয়ে যান বলে অভিযোগ করেন এক পরিযায়ী শ্রমিক।

police 22

ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ
ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ এবং দমকল বাহিনী উপস্থিত হয়। শুরু করে উদ্ধারের কাজ। বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। আহত বাদে সুস্থ থাকা বাকিদের তাঁদের গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সংকটে পরিযায়ী শ্রমিকদের প্রাণ
লকডাউনের মধ্যেই একের পর এক দুর্ঘটনায় প্রাণ কাড়ছে পরিযায়ী শ্রমিকদের। ক্রমাগত তাঁদের জীবনের দাম কমে আসছে। এভাবে আর কতদিন চলবে বলে সরব হচ্ছেন সমাজের একাংশ। আবার কেউ বলছেন করোনায় মৃতের থেকে দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকদের সংখ্যা আবার বেড়ে না যায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর