বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন সিরিয়াল (Serial) নিয়ে টিআরপি তালিকায় শুরু হয়ে গিয়েছে কাঁটায় কাঁটায় টক্কর। আর এই লড়াইয়ে এঁটে উঠতে একের পর এক নতুন ধারাবাহিক (Serial) নিয়ে আসছে চ্যানেলগুলি। কিছু কিছু ক্ষেত্রে আবার চমক এমনি বড় হতে চলেছে যে চোখে ধাঁধাঁ লেগে যাচ্ছে এক একটি সিরিয়ালের (Serial) প্রোমো দেখে।
সামনে এল আরো এক সিরিয়ালের (Serial) প্রোমো
শুধু যে প্রথম সারির জি বাংলা, স্টার জলসা চ্যানেলেই টিআরপির লড়াই হয় এমনটা কিন্তু নয়। অন্যান্য চ্যানেলের ক্ষেত্রেও দৃশ্যটা একই রকম। এবার দর্শকদের বড়সড় চমক দিয়ে সামনে এল আরেকটি নতুন সিরিয়ালের (Serial) প্রোমো, যা প্রথম ঝলকেই শোরগোল ফেলে দিয়েছে সর্বত্র।
নতুন সিরিয়ালে ফিরলেন আরিয়ান: বাংলাহান্ট আগেই জানিয়েছিল, নতুন রূপে ছোটপর্দায় ফিরতে পারেন অভিনেতা আরিয়ান ভৌমিক। জল্পনা সত্যি করে এবার সামনে এল তাঁর নতুন সিরিয়ালের (Serial) প্রোমো। সিরিয়ালের (Serial) নাম রাখা হয়েছে ‘Video বৌমা’। আর এই সিরিয়ালেই এমন গল্প নিয়ে আসতে চলেছে চ্যানেল যা আগে কখনো দেখা যায়নি।
আরো পড়ুন : মধ্যবিত্তের পকেটে ফের পড়বে টান! এক ধাক্কায় বাড়ল LPG সিলিন্ডারের দাম
প্রকাশ্যে এল প্রোমো: এই সিরিয়ালের (Serial) গল্পের ভিত্তিই হল সোশ্যাল মিডিয়া। নায়ক নায়িকা দুজনেই এখানে ব্লগার। নায়িকা মাটির স্বপ্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া। কিন্তু তার স্বপ্নে জল ঢেলে দেয় আরিয়ান। প্রথম থেকেই দুজনের মধ্যে রেষারেষির মনোভাব তৈরি হয়ে যায়। এবার এই সম্পর্ক আগামীতে কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।
আরো পড়ুন : প্রোমোতেই “ধুন্ধুমার” ধামাকা! জোড়া সিরিয়াল শুরু হচ্ছে একদিনে, কোন স্লট দখল হল?
প্রসঙ্গত, ‘তিতলি’ সিরিয়ালের (Serial) পর আবারো ছোটপর্দায় ফিরেছেন আরিয়ান। তবে এবারে আর স্টার জলসা বা জি বাংলায় নয়, সান বাংলায় আসতে চলেছে আরিয়ানের নতুন সিরিয়াল (Serial)। তাঁর বিপরীতে দেখা যাবে রিখিয়া রায়চৌধুরীকে। পাশাপাশি এই সিরিয়ালের অন্যতম চমক হতে চলেছেন স্যান্ডি সাহা। বসন্ত বিলাস মেসবাড়ির পর আবারো কোনো সিরিয়ালে দেখা মিলবে ইউটিউবারের। আগামী ১৭ মার্চ থেকে রাত আটটার স্লটে শুরু হচ্ছে এই সিরিয়াল।