পুজোর পরেই বড় চমক, সাত মাসের বিরতি শেষে নতুন সিরিয়ালে জনপ্রিয় নায়িকা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় নতুন শুরুর সঙ্গে সঙ্গে পুরনোদের ফিরে আসার ধুম। একসময় যারা ছোটপর্দা কাঁপিয়েছেন, কিন্তু দীর্ঘদিন টেলিভিশন (Serial) থেকে দূরে, তারা আবার পুজোর আগেপরে ফিরছেন পর্দায়। বেশ কিছু চ্যানেলেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক। কিছু সিরিয়াল শুরু হওয়ার অপেক্ষাতেও রয়েছে। এবার সামনে এল আরও এক সিরিয়ালের (Serial) প্রথম ঝলক।

প্রকাশ্যে আরও এক সিরিয়ালের (Serial) প্রোমো

প্রকাশ্যে এল ‘সোহাগে আদরে’ সিরিয়ালের (Serial) প্রোমো। গল্প অনুযায়ী, নায়িকা সোহাগকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় নায়ক সূর্যর সঙ্গে। এদিকে নিজের মায়ের প্রতি কোনও এক অজ্ঞাত কারণে ক্ষোভ রয়েছে তার। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ির সকলের প্রিয় হয়ে ওঠে সোহাগ। এমনকি সূর্যর সঙ্গেও ধীরে ধীরে সম্পর্ক সহজ হতে থাকে তার।

Another new serial promo released in this channel

কে হচ্ছেন নায়ক: এই সিরিয়ালের (Serial) হাত ধরেই অনেকদিন পর আবার ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অরুণিমা হালদার (Serial)। তাও বিপরীতে দেখা যাবে শুভরঞ্জন মুখোপাধ্যায়কে। নিজের চরিত্রটির বিষয়ে অরুণিমা বলেন, চরিত্রটি সার্থকনামা। সোহাগ নিজের আশেপাশের মানুষজনদের ভালোবাসে। তবে তার মধ্যে একটি প্রতিবাদী সত্ত্বাও আছে।

আরও পড়ুন : GST কাঠামোয় পরিবর্তনের পরেই ঘটল চমক! বিশ্বের দরবারে নয়া ইতিহাস গড়ল Maruti Suzuki

কেন এতদিনের বিরতি: পরপর টানা কয়েকটি সিরিয়ালে (Serial) অভিনয় করার পর একটা লম্বা বিরতি নিয়েছিলেন অরুণিমা। তিনি জানান, গত সিরিয়ালের পর শরীর খারাপ থাকায় বিরতি নিয়েছিলেন তিনি। পরপর তিন চারটি সিরিয়াল (Serial) কোনও বিরতি ছাড়া করার পর ছয় সাত মাস বাড়িতে বসেছিলেন তিনি। এবার ফিরলেন নতুন সিরিয়াল নিয়ে।

আরও পড়ুন : স্টিয়ারিং থেকে স্ক্রিনে লিখলেন নতুন ইতিহাস,সোশ্যাল মিডিয়ার শক্তিতে বদলে গেল পঙ্কজের জীবন

উল্লেখ্য, শুভরঞ্জন এর আগে সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। এটাই তাঁর প্রথম নায়কের ভূমিকায় অভিনয় ধারাবাহিকে। প্রোমো সামনে আসলেও সিরিয়ালের দিনক্ষণ এখনও প্রকাশ করা হয়নি।