বন্ধ ট্রেন, রামপুরহাট টু কলকাতা যেতেই হিমশিম খাচ্ছে আমজনতা! দেখে নিন বিকল্প পথ আর খরচ

বাংলাহান্ট ডেস্ক : রেল লাইনের কাজের কারণে বাতিল হয়েছে বেশ কিছু লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন। বেশ কিছু লোকাল ট্রেন বাতিল হয়েছে বর্ধমান থেকে সাহেবগঞ্জ রুটেও। এমন অবস্থায় কলকাতার সাথে বীরভূমের একাংশের প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিন্তু ট্রেন ছাড়া কীভাবে কলকাতা থেকে রামপুরহাট বা রামপুরহাট থেকে কলকাতা যাতায়াত করবেন তা জানা আছে?

ট্রেন বন্ধ থাকার কারণে তারাপীঠে বিভিন্ন জায়গা থেকে যাওয়া পর্যটকের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তবে ট্রেন ছাড়াও কলকাতা থেকে রামপুরহাট বা তারাপীঠ অথবা তারাপীঠ বা রামপুরহাট থেকে কলকাতা যাতায়াতের বিকল্প পথ রয়েছে। আগের মতই হাওড়া ও শিয়ালদা পর্যন্ত দুটি ট্রেন যাতায়াত করছে সিউড়ি থেকে।

একটি সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস (Siuri Sealdah Memu Express) এবং অপরটি হুল এক্সপ্রেস (Hool Express)। ট্রেন ছাড়াও একাধিক বাস রয়েছে যাতায়াতের জন্য। প্রতিদিন একাধিক বাস রামপুরহাট থেকে ধর্মতলা আসে। এছাড়াও অনেক সরকারি বাস প্রতিদিন তারাপীঠ থেকে আসে ধর্মতলা। এছাড়া প্রতি ঘন্টায় ধর্মতলা আসার জন্য সরকারি বাস পরিষেবা রয়েছে সিউড়ি থেকে।

আরোও পড়ুন : এক, দুটো নয়, কমপক্ষে ৩৫টি! বাংলায় জেলা বিভাজন নিয়ে বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর, কোথায় কোথায় নতুন ডিস্ট্রিক্ট?

এই বাসগুলোর মাধ্যমে সহজেই বীরভূম থেকে কলকাতা অথবা কলকাতা থেকে বীরভূম যাতায়াত করা সম্ভব। রামপুরহাট বা সিউড়ি থেকে ধর্মতলা আসার বাস ছাড়ে ৪টে, ৪টে ২০, ৫টা ৩০, ৫টা ৪৫, ৭:৩০, ৯:৪০, ১০:৪৫, ১২:১৫ ইত্যাদি সময়ে। যে সব সময় রামপুরহাট থেকে বাস ধর্মতলার উদ্দেশ্যে ছাড়ে তার থেকে ঠিক দশ মিনিট পর তারাপীঠ থেকে ধর্মতলার উদ্দেশ্যে বাস ছাড়ে।

train cancel

এছাড়াও কিছুক্ষণ অন্তত তারাপীঠ থেকে কলকাতায় আসার জন্য রয়েছে বাস। তারাপীঠ থেকে ভোর চারটে ত্রিশ মিনিটে প্রথম বাস ছাড়ে কলকাতার উদ্দেশ্যে। এরপর ৬ টা, ৬:৩০ টা, ৮টা, ১০টা, ১১:৩০ টা, দুপুর ১ টায় রয়েছে বাস। এই বাসগুলির ভাড়া ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে। এই পন্থা অবলম্বন করে আপনারা সহজেই বাসের মাধ্যমে বীরভূম থেকে কলকাতা অথবা কলকাতা থেকে বীরভূম যাতায়াত করতে পারেন।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর