পুজোর মুখে বিরাট রদবদল, ঝাঁপ বন্ধ হচ্ছে আরও এক TRP টপার মেগার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে একের পর এক সিরিয়ালের (Serial) গল্প শেষ করছে স্টার জলসা। নতুন ধারাবাহিক শুরুর পাশাপাশি একধাক্কায় শেষ করে দেওয়া হচ্ছে পুরনো সিরিয়াল (Serial)। একসময় যে গল্পগুলি টিআরপি তালিকায় প্রথম পাঁচে ছিল, সেগুলিই এখন টিআরপির অভাবে শেষ হয়ে যেতে বসেছে।

পরপর শেষ হচ্ছে সিরিয়াল (Serial)

সম্প্রতি জানা গিয়েছে, শেষ হচ্ছে ‘গীতা এলএলবি’। স্টার জলসার সিরিয়ালটির (Serial) শেষ শুটিং সারা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবার তালিকায় জুড়ল আরও এক নাম। জানা যাচ্ছে, শেষ হতে বসেছে জলসার আরেক জনপ্রিয় ধারাবাহিক (Serial) ‘কথা’। পুজোর আগেই সম্ভবত শেষ শুটিং সারবেন সিরিয়ালের (Serial) কলাকুশলীরা।

Another serial going to end soon star jalsha

কবে শেষ শুটিং: টেলিপাড়ার গুঞ্জন বলছে, আজ ২৭ সেপ্টেম্বর শেষ শুটিং হতে চলেছে কথার। টেলিভিশনে শেষ সম্প্রচার হতে পারে আগামী ১০ অক্টোবরের মধ্যেই। দু বছর পূর্ণ হওয়ার আগেই পাততাড়ি গোটাতে চলেছে এই সিরিয়াল (Serial)। গুঞ্জন ছড়াতেই মুষড়ে পড়েছেন ‘কথা’ ভক্তরা।

 আরও পড়ুন : আসছে আরও এক নিম্নচাপ! ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে? আগাম আপডেট জেনে নিন

বিমর্ষ দর্শকরা: টেলিপাড়ায় অন্যতম জনপ্রিয় জুটি কথা এভি। অনস্ক্রিনের মতো অফস্ক্রিনেও দুজনের মধ্যে রসায়ন দারুণ। সেই রসায়নের ছাপই পড়েছে কথা এভির অনস্ক্রিন সম্পর্কে। টেলিভিশনের (Serial) অন্যতম জনপ্রিয় জুটিকে আর দেখা যাবে না জেনেই তাই বিমর্ষ দর্শকরা।

আরও পড়ুন : ইলিশ নিয়ে কাড়াকাড়ি বাংলাদেশে, আড়াই কেজি ওজনের মাছের যা দাম উঠল… কল্পনাও করতে পারবেন না!

প্রসঙ্গত, একসময় কথার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই কমে এসেছে টিআরপি। যদিও এখনও প্রথম দশেই থাকে কথা। তা সত্ত্বেও কেন দু বছর পূর্ণ হওয়ার আগেই শেষ করে দেওয়া হচ্ছে সিরিয়ালটি তা এখনও জানা যায়নি।