টেলিপাড়া তোলপাড়, তিন মাসেই পরপর বন্ধ দুই মেগা! মাথায় হাত দর্শকদের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বছর শেষে পরপর সিরিয়াল (Serial) বন্ধের ধুম পড়েছে বিভিন্ন চ্যানেলগুলিতে। জি বাংলায় ইতিমধ্যেই একগুচ্ছ ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে। গত তিন বছর ধরে চলতে থাকা জি বাংলা তথা টেলিভিশনের অন্যতম পুরনো মেগা ‘জগদ্ধাত্রী’ও সদ্য পথচলা শেষ করেছে। অন্যদিকে জি বাংলা সোনার চ্যানেলেও প্রথম সিজন শেষ হয়েছে ‘এসআইটি বেঙ্গল’ এর। এই তালিকায় এবার জুড়তে চলেছে আরও এক নাম।

পরপর সিরিয়াল (Serial) শেষের খবরে সরগরম টেলিপাড়া

জি বাংলা সোনার চ্যানেলটি শুরু হয়েছে নতুন। তবে এই চ্যানেলের নতুন ধারাবাহিকগুলি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছে দর্শক মহলে। তাই এসআইটি বেঙ্গল সিরিয়ালটি শেষ হওয়ায় মুষড়ে পড়েছেন অনেক দর্শক। এর মাঝেই আরেকটি বড় খবর, শেষ হচ্ছে আরও এক নতুন সিরিয়াল (Serial)। মাত্র তিন মাসেই পাততাড়ি গোটাচ্ছে ‘বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম’।

Another zee bangla serial is going to end in just 3 months

কামব্যাক জনপ্রিয় অভিনেত্রীর: এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘদিন পর ছোটপর্দায় ফেরেন অভিনেত্রী ইন্দ্রাণী পাল। তাঁকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসায় ‘নবাব নন্দিনী’ সিরিয়ালে। এতদিন পর এই রূপকথার সিরিয়ালের হাত ধরে কামব্যাক করেছিলেন ইন্দ্রাণী। কিন্তু বেশিদিন পর্দায় টিকে থাকতে পারলেন না তিনি।

আরও পড়ুন : বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে নতুন নাম, আজ মির্জাপুর থেকে নিজের দলের নাম ঘোষণা হুমায়ুনের

সিরিয়াল শেষের খবরে শিলমোহর: সিরিয়ালে অভিনেতা সিদ্ধার্থ সেনের বিপরীতে দেখা যাচ্ছিল ইন্দ্রাণীকে। তাঁদের অনস্ক্রিন রসায়ন জমাটি হলেও সিরিয়ালটি (Serial) তেমন চাপ ফেলতে পারেনি দর্শক মহলে। ধারাবাহিক শেষ হওয়ার খবর জানিয়েছেন অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। কোনোকিছু শেষ হলে মন খারাপ হয় তা ঠিক। তবে শেষ হলেই নতুন কিছু শুরু হবে এটাও তেমনই ঠিক, এমনটাই বক্তব্য অভিনেত্রীর।

আরও পড়ুন : বাংলায় কুবেরের ধন! ৯ টি জায়গায় মিলল সোনার সন্ধান, ভোল বদলে যেতে চলেছে এই জেলার

তিন মাস হতেই পরপর সিরিয়াল শেষ হওয়ায় দর্শক মহলেও ছড়িয়েছে গুঞ্জন। দীর্ঘদিন পর ইন্দ্রাণীকে সিরিয়ালে দেখতে পেয়ে খুশি হয়েছিলেন দর্শকরা। তবে এবার এই সিরিয়ালটিও শেষ হয়ে যাওয়ায় আগামীতে কোনও মুখ্য চ্যানেলের ধারাবাহিকে তাঁকে দেখার আগ্রহ জানিয়েছেন দর্শকরা।